Knowledge Story: আমাদের শরীরের পাহারাদার কোন অংশটি? নাম শুনলেই অবাক হয়ে যাবেন! জানেন না অনেকেই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: শ্বেতরক্তকণিকার গঠন ও আকার পরিবর্তিনশীল। RBC-এর তুলনায় বড়, সাধারণত গোলাকার।
advertisement
1/7

শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের পাহারাদারের মতো কাজ করে থাকে। এটি আমাদেরকে বাইরের জীবাণু থেকে রোগমুক্ত করতে অপরিসীম ভূমিকা পালন করে।
advertisement
2/7
শ্বেতরক্তকণিকার গঠন ও আকার পরিবর্তিনশীল। RBC-এর তুলনায় বড়, সাধারণত গোলাকার। এদের নিউক্লিয়াস বর্ণহীন, স্বচ্ছ ও বিভিন্ন আকৃতিযুক্ত।
advertisement
3/7
গ্রানুলোসাইট-লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোশ এবং আগ্র্যানুলোসাইট—প্লিহা, লসিকাগ্রন্থি, টনসিল, থাইমাস ইত্যাদি। WBC তৈরির পদ্ধতিকে লিউকোপোয়েসিস বলে। WBC-দের আয়ু ১-১৫ দিন। এর পর এগুলি ভাঙে বা ধ্বংস হয়।
advertisement
4/7
পরিণত প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে WBC-এর সংখ্যা 6000–8000। কখনও-কখনও এই সংখ্যা স্বাভাবিকের থেকে হ্রাস পায়, একে লিউকোপেনিয়া বলে। সংক্রমণের ফলে WBC-এর সংখ্যা বেড়ে 20000-30000 হলে তাকে লিউকোসাইটোসিস বলে।
advertisement
5/7
WBC অতন্দ্রপ্রহরীরূপে দেহকে রোগ জীবাণুর থেকে রক্ষা করে। বেসোফিল তঞ্জনরোধী বস্তু হেপারিন ক্ষরণ করে রক্তবাহের ভেতর রক্তকে জমাট বাঁধতে দেয় না, ফলে রক্তের তারল্য বজায় থাকে।
advertisement
6/7
হিস্টামিন দেহে অ্যালার্জি সৃষ্টি করে। দেহের যেখানে হিস্টামিন তৈরি হয় ওই জায়গায় ইওসিনোফিল জড়ো হয়ে অ্যান্টিজেন-অ্যান্টিবডি যৌগ গঠন করে হিস্টামিনকে নিষ্ক্রিয় করে এবং দেহকে অ্যালার্জি মুক্ত করে।
advertisement
7/7
কোনও ব্যাকটেরিয়া বা জীবাণু রক্তে প্রবেশ করলে নিউট্রোফিল ও মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। লিম্ফোসাইট গামা-গ্লোবিউলিন অ্যান্টিবডি উৎপন্ন করে রোগ প্রতিরোধ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: আমাদের শরীরের পাহারাদার কোন অংশটি? নাম শুনলেই অবাক হয়ে যাবেন! জানেন না অনেকেই