TRENDING:

GK: ৯৯% মানুষেই জানেন না 'সঠিক' উত্তর! বলুন তো টম‍্যাটোর বাংলা কী?

Last Updated:
GK: টম‍্যাটো ভারতবর্ষে এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। ১৬ শতকে পর্তুগিজরা প্রথম এই সবজি ভারতে নিয়ে আসে। আজ টম‍্যাটো ছাড়া রান্না কল্পনাই করা যায় না। টক, মিষ্টি, ঝাল- সব ধরনের পদ টম‍্যাটো অপরিহার্য।
advertisement
1/7
৯৯% মানুষেই জানেন না 'সঠিক' উত্তর! বলুন তো টম‍্যাটোর বাংলা কী?
সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
2/7
টম‍্যাটোর বাংলা কী?এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
advertisement
3/7
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
4/7
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে জিকে তো সবাই পড়েন! জানেন টম‍্যাটোর বাংলা কী? উত্তর অবাক করবে!
advertisement
5/7
টম‍্যাটো ভারতবর্ষে এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। ১৬ শতকে পর্তুগিজরা প্রথম এই সবজি ভারতে নিয়ে আসে। আজ টম‍্যাটো ছাড়া রান্না কল্পনাই করা যায় না। টক, মিষ্টি, ঝাল- সব ধরনের পদ টম‍্যাটো অপরিহার্য।
advertisement
6/7
ভিটামিন সি, পটাশিয়াম ও অ‍্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্দ টম‍্যাটো স্বাস্থ‍্যকর সবজির তালিকায় একেবারে উপরের দিকে। অনেকেই ভাবেন, টম‍্যাটো সবজি কিন্তু আসলে এটি একটি ফল।
advertisement
7/7
টম‍্যাটোর আদি নাম ছিল ‘পমডোরো’ যার অর্থ ‘সোনালী আপেল’। ইউরোপে প্রথম এই নামেই পরিচিত ছিল। বাংলার কিছু অঞ্চলে এখনও টম‍্যাটোকে ‘বিলিতি বেগুন’ বলেই ডাকা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
GK: ৯৯% মানুষেই জানেন না 'সঠিক' উত্তর! বলুন তো টম‍্যাটোর বাংলা কী?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল