Knowledge Story: হাঁচি দেওয়ার সময় আমাদের হার্ট কি বন্ধ হয়ে যায়? বিশেষজ্ঞের চমকপ্রদ দাবি জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Knowledge Story: হাঁচি দিলে হার্ট বন্ধ হয়, এমন ভয় মানুষের মনের মধ্যে লুকিয়ে রয়েছে।
advertisement
1/8

হাঁচি দেওয়ার সময় মানুষের হৃৎস্পন্দন কিংবা শারীরিক কার্যকারিতা কি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়? সোশ্য়াল মিডিয়ায় এ নিয়ে নানা ধরনের মতামত পাওয়া যায়।
advertisement
2/8
হাঁচি দিলে হার্ট বন্ধ হয়, এমন ভয় মানুষের মনের মধ্যে লুকিয়ে রয়েছে। অনেকের মধ্যেই এই বিশেষ ধারণা রয়েছে, হাঁচির সময়ে মানুষের হার্ট বন্ধ হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য, হাঁচি মানে যেন 'ক্ষণিকের মৃত্যু'।
advertisement
3/8
এই ধারণা কি আদৌ সত্যি? কী বলছেন বিশেষজ্ঞ? হৃদরোগ বিশেষজ্ঞ কেনেথ মায়ুগা এক সংবাদমাধ্যমকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর কথা থেকে জানা যায়, এই ধারণা একেবারেই ভুল। হাঁচি দেওয়া মানে ক্ষণিকের মৃত্যু নয়।
advertisement
4/8
প্রথমে জানতে হবে, হার্ট বন্ধ হওয়া এবং হার্টের বিরতি (পজ) নেওয়ার মধ্যে পার্থক্য আছে। চিকিৎসক বলেন, হার্ট সবসময়ে নির্দিষ্ট হারে স্পন্দিত হয় না। কখনও বাড়ে, কখনও কমে।
advertisement
5/8
যখন আমরা মেডিক্যাল টার্মে হার্ট বন্ধ হওয়ার কথা বলি, সেটা অন্তত তিন সেকেন্ডের একটি হার্ট পজ। হাঁচির সময়ে মোটেই অতক্ষণ বিরতি নেয় না হার্ট।
advertisement
6/8
হাঁচির সময়ে কী ঘটে শরীরের ভিতরে? হার্ট বন্ধ না হলেও হৃদস্পন্দনের গতি একটু হলেও ধীর হয়ে যায় খুব কম সময়ের জন্য। কিন্তু তাতে সাধারণত কোনও অস্বাভাবিকত্ব নেই বলেই জানালেন চিকিৎসক।
advertisement
7/8
হাঁচি কেন হয়? নাকের মাধ্যমে ভাইরাস, ধুলোবালি, কণা দেহে প্রবেশ করার চেষ্টা করলে হাঁচি পায়। সেই সময়ে মুখের ভিতরে প্রায় ১৬০ কিমি বেগে বায়ু প্রবাহিত হয়। হাঁচি দিলে সেই কণাগুলি মানুষের দেহ থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়।
advertisement
8/8
হাঁচি দেওয়ার সময় অবশ্যই রুমাল বা হাতের কনুই কাছে এনে মুখ ঢেকে নিন। হাঁচির মাধ্যমে রোগ জীবাণু ভীষণ দ্রুত ছড়ায়। প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে জানুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: হাঁচি দেওয়ার সময় আমাদের হার্ট কি বন্ধ হয়ে যায়? বিশেষজ্ঞের চমকপ্রদ দাবি জানুন