Knowledge Story: 'চা' তো 'চাইনিজ' শব্দ! বলুন তো হিন্দিতে চা-কে কী বলে? 'সঠিক' উত্তরটি চমকে দেবে, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: আপনি নিজে চা পান করুন বা না করুন, চা এমনই জনপ্রিয় পানীয় যে একবার না একবার দিনে এই পানীয়ের নাম আপনার মুখে উচ্চারিত হবেই। কিন্তু জানেন কী 'চা' শব্দটি কোনও হিন্দি শব্দ নয়।
advertisement
1/6

ভারতে বহু মানুষই তাদের দিন শুরু করেন চা দিয়ে। কেউ দিনে কয়েকবার চায়ে চুমুক দিতে থাকেন। আর কিছু মানুষ তো চায়ের পর চা খেয়ে ঝড় তোলেন তর্কের টেবিলে। চায়ের নেশা অনেকেরই নিঃসন্দেহে অন্যতম প্রিয় নেশা।
advertisement
2/6
আপনি নিজে চা পান করুন বা না করুন, চা এমনই জনপ্রিয় পানীয় যে একবার না একবার দিনে এই পানীয়ের নাম আপনার মুখে উচ্চারিত হবেই। কিন্তু জানেন কী 'চা' শব্দটি কোনও হিন্দি শব্দ নয়।
advertisement
3/6
এই শব্দটি আসলে চিনা ভাষা থেকে নেওয়া হয়েছে। কথিত আছে যে চিনের রাজা শেং নুং চা পানীয়ের নামকরণ করেছিলেন 'চা-এ ' এবং এটি 'চা', 'চায়' ইত্যাদি শব্দ দ্বারা পরিচিত হয়েছিল গোটা বিশ্বে।
advertisement
4/6
শুধু তাই নয়, ইংরেজি শব্দ "tee" চিনের আরেকটি ভাষা মিন চাইনিজ থেকে উদ্ভূত হয়েছে, যেখানে এর বানান te বা ti।
advertisement
5/6
এখন প্রশ্ন হল হিন্দিতে চা-কে কী বলবেন? উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল, এই প্রশ্নের কোন সঠিক উত্তর নেই এবং এর তৈরির উপর ভিত্তি করে অনেক নাম দেওয়া হয়েছে এই পানীয়টিকে।
advertisement
6/6
চায়ের হিন্দি নামের মধ্যে রয়েছে 'পাহাড়ের ভেষজ দুধের জল চিনি মিশ্রিত', 'উষ্ণোদক' ইত্যাদি। তবে অনেক বিশেষজ্ঞ বলেছেন যে এর হিন্দি নাম 'চা'।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: 'চা' তো 'চাইনিজ' শব্দ! বলুন তো হিন্দিতে চা-কে কী বলে? 'সঠিক' উত্তরটি চমকে দেবে, গ্যারান্টি!