Fashion: বেশি দাম দিয়ে ভুল জিন্স কিনছেন! এই প্যান্ট কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন, নইলে ঠকতে পারেন
- Published by:Anulekha Kar
Last Updated:
জিন্স পরতে ভালবাসেন? এই প্যান্ট কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন, নইলে ঠকতে পারেন
advertisement
1/5

জিন্স কিনতে হলে অললাইন শপের থেকে অফ লাইন শপ বেছে নেওয়াই ভাল। এতে জিন্সের ফিটিংস ভাল হয়।
advertisement
2/5
ট্রায়াল রুমে যাওয়ার সময় ৩ টি সাইজের জিন্স নিয়ে যান। এতে কোন মাপের জিন্সটি সঠিক ভাবে ফিট হয়েছে তা বোঝা যাবে।
advertisement
3/5
রোজ ব্যবহার করার জন্য স্লিম ফিট স্ট্রেচবল জিন্স বেছে নিতে পারেন।
advertisement
4/5
স্কিনি জিন্স ব্যবহার করে দেখতে পারেন। এতে দেহের শেপও ভাল দেখায়।
advertisement
5/5
অ্যাঙ্কল জিন্স পরার আগে ভাল করে দেখে নিন আপনাকে মানাচ্ছে কি না। নইলে সঠিক লেন্থের জিন্স বেছে নিতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fashion: বেশি দাম দিয়ে ভুল জিন্স কিনছেন! এই প্যান্ট কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন, নইলে ঠকতে পারেন