TRENDING:

কথায় কথায় প্রেমিকার চোখে জল? জেনে নিন তাঁর চরিত্র...

Last Updated:
অনেকেই মনে করেন যে, পুরুষের থেকেও মহিলারা বেশি আবেগপ্রবণ হন৷ তাই কথায় কথায় তাদের চোখে জল আসে বলেও অনেক ক্ষেত্রে বলা হয়৷
advertisement
1/6
কথায় কথায় প্রেমিকার চোখে জল? জেনে নিন তাঁর চরিত্র...
•অনুভূতি হীন মানুষ হয় না৷ সেই সব অনুভূতির বর্হিপ্রকাশ এক একজনের এক এক রকম করে হয়৷ অনেকেই মনে করেন যে, পুরুষের থেকেও মহিলারা বেশি আবেগপ্রবণ হন৷ তাই কথায় কথায় তাদের চোখে জল আসে বলেও অনেক ক্ষেত্রে বলা হয়৷
advertisement
2/6
•মহিলারা মায়ের রূপ৷ এরা যে, সংবেদনশীল এবং মমতাময়ী হবেন, সেটাই স্বাভাবিক৷ তবে অনেকেই আবার সেই চরিত্রটিকে দুর্বল হিসেবে ভেবে নেন৷ কিন্তু মনোবিদদের ত্বত্ত্ব বলছে অন্য কথা৷
advertisement
3/6
•আর্ন্তজাতিক সংবাদমাধম্যে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে যে, যারা বেশি কাঁদেন, বা যাদের চোখে জল আসে তাড়াতাড়ি, তাদের মধ্যে রয়েছে এই বৈশিষ্টগুলি৷
advertisement
4/6
জীবনে কোনও বড় ধাক্কা বা কষ্ট পেলে সেটা চোখের জলের মাধ্যমে বার করে নিজেদের কষ্ট কম করতে পারেন এই ধরণের মানুষ৷ তাই তাদের মনে চাপ কম পড়ে এবং কেঁদে নিজেকে চাপমুক্ত করতে পারেন এরা৷
advertisement
5/6
•যারা কাঁদের তারা সাহসী হন৷ এমনই মত মনোবিদদের৷ অর্থাৎ কান্না চেপে রেখে নিজেকে দুর্বল প্রতিপন্ন করতে চান না অনেকে৷ কিন্তু এটা আদতে নিজেকে ভীতুই প্রমাণ করা৷ সুখে যেমন আনন্দ পাওয়া যায়, তেমন দুঃখেও চোখের জল ফেলা যায়৷ এতে কোনও লজ্জা নেই৷ যারা এই মতে বিশ্বাস করে চোখের জল ফেলতে দ্বিধা করেন না তারা আদতে সাহসী, ভীতু বা দুর্বল নন৷
advertisement
6/6
•এই ধরণের মানুষের জীবনের পথে চলা অনেক বেশি সহজ হয়৷ কারণ এরা জীবনে সমতা বজায় রাখতে সক্ষম হন৷ এরা কেঁদে মন হাল্কা করে ফেলতে পারেন৷ অন্যদিক না কেঁদে মনে কষ্ট জমিয়ে রাখলে তা জীবনের কষ্ট আরও বাড়ার৷ ও পরবর্তীতে তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কথায় কথায় প্রেমিকার চোখে জল? জেনে নিন তাঁর চরিত্র...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল