TRENDING:

Healthy Lifestyle: ২০ হোক বা ৪০! এই নিয়মেই টানটান থাকবে 'যৌবন'! রাতে শোওয়ার সময় করুন শুধু ছোট্ট কাজ

Last Updated:
Healthy Lifestyle: আপনি কি একপাশ ফিরে ঘুমোচ্ছেন? জানেন কি,আপনার শোওয়ার ধরনের উপরও অনেককিছু নির্ভর করে৷
advertisement
1/7
২০ হোক বা ৪০! এই নিয়মেই টানটান থাকবে 'যৌবন'! রাতে শোওয়ার সময় করুন ছোট্ট কাজ
বলিরেখার সমস্যায় কম-বেশি অনেকেই ভুগে থাকেন৷ বছর ৩০ পেরোতেই যেন ত্বকের শিথিলতা কমতে শুরু করে। তার উপর অকালেই বলিরেখা যেন ত্বকের বয়স নিমেষে বাড়িয়ে দেয়। বয়স বাড়ার আগেই বলিরেখা পড়লে বয়সের তুলনায় বেশি দেখায়।
advertisement
2/7
আপনি কি একপাশ ফিরে ঘুমোচ্ছেন? জানেন কি,আপনার শোওয়ার ধরনের উপরও অনেককিছু নির্ভর করে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ডা. অনিকা গোয়েল জানিয়েছেন, একপাশ ফিরে ঘুমোলে মুখের একটি অংশে অকালেই বয়সের ছাপ পড়ে যেতে পারে৷
advertisement
3/7
প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুম শরীরের যেমন দরকার, তেমনই কীভাবে ঘুমোচ্ছেন সেদিকেও খেয়াল রাখা জরুরি৷ ত্বক ভাল রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা৷
advertisement
4/7
প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুম শরীরের যেমন দরকার, তেমনই কীভাবে ঘুমোচ্ছেন সেদিকেও খেয়াল রাখা জরুরি৷ ত্বক ভাল রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা৷ দিনের পর দিন এই অভ্যাস থাকলে ত্বকও ঝুলে যেতে পারে৷ অল্প বয়সে মুখে এই সমস্যাগুলো আসলে নিমেষেই বুড়িয়ে যেতে পারেন৷
advertisement
5/7
একপাশ ফিরে শুলে মুখের সেই অংশে বারবার ঘষা লাগে এবং চাপ পড়তে পারে৷ সেই জায়গায় বলিরেখা প্রকট হওয়ারও আশঙ্কা বাড়ে৷
advertisement
6/7
বিশেষজ্ঞের মতে, রাতে ঘুমানোর সময় একপাশে নয় বরং মাঝে মধ্যেই ঘুমানোর পজিশন বদলানো উচিত৷ এতে ত্বকে কোনও খারাপ প্রভাব পড়বে না৷
advertisement
7/7
একপাশে শোওয়ার থেকে সোজা হয়ে ঘুমানো শরীরে অনেক ভাল প্রভাব ফেলে৷ এতে মুখের কোনও অংশে ঘষা লাগে না৷ ত্বকের কোনও ক্ষতি হয় না৷ এমনকী ত্বক ঝুলে যাওয়ারও কোনও আশঙ্কা থাকে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: ২০ হোক বা ৪০! এই নিয়মেই টানটান থাকবে 'যৌবন'! রাতে শোওয়ার সময় করুন শুধু ছোট্ট কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল