Wound Care: চলতে ফিরতে আঘাত লেগেছে? ঘরোয়া টোটকাতেই মিলবে ঝটপট উপশম, জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
চলতে ফিরতে আঘাত লেগেছে? ঘরোয়া টোটকাতেই মিলবে ঝটপট উপশম, জেনে নিন
advertisement
1/6

চলতে ফিরতে আঘাত লাগে এমন মানুষের সংখ্যা কম নেই। সেক্ষেত্রে কাটা-ছেঁড়া লেগেই থাকে। অনেকে আঘাত সারাতে ওষুধ খান আবার ঘরোয়া টোটকাকে ভরসা করেন অনেকেই। সেক্ষেত্রে এমন কিছু ঘরোয়া টোটকা আছে যা ক্ষত সারাতে মারাত্মক সাহায্য করতে পারে।
advertisement
2/6
হেল্থ শটসের মতে, হলুদ ক্ষত সারাতে অত্যন্ত কার্যকর। তাই কাটা-ছেড়ায় কাঁচা হলুদের পেস্ট লাগানো যেতে পারে কারণ হলুদে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে।
advertisement
3/6
হেল্থ সাইটের মতে নারকেল তেল দ্রুত ক্ষত নিরাময় করে এমনকী রক্ত বন্ধ করতেও সাহায্য করতে পারে। তাই ক্ষত স্থানে নারকেল তেল ব্যবহার করা অত্যন্ত উপকারী।
advertisement
4/6
মেডিক্যাল নিউজ টুডে অনুযায়ী নিমের অ্যান্টিসেপটিক উপাদান ক্ষত সারাতে অত্যন্ত সাহায্য করে। তাই ক্ষত স্থানে নিমের পেস্ট লাগানো যেতে পারে। এতে দ্রুত ক্ষত স্থান মেরামত হবে।
advertisement
5/6
ন্যাশনাল ইনস্টিটিউড অফ হেল্থের মতে রসুনে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান ক্ষত স্থানে আরাম দেয়। ও ইনফেকশনের হাত থেকে বাঁচায়।
advertisement
6/6
হেল্থ লাইনের মতে মধু ত্বক হাইড্রেট করতে অত্যন্ত সাহায্য করে। তাই মধুতে থাকা বিভিন্ন উপাদান দ্রুত ক্ষত মেরামত করতে পারে।Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Wound Care: চলতে ফিরতে আঘাত লেগেছে? ঘরোয়া টোটকাতেই মিলবে ঝটপট উপশম, জেনে নিন