চৌকো বা ত্রিকোণ নয়, কুয়ো কেন সবসময় গোল হয়? জানুন কারণ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

গ্রামাঞ্চলে এখনও বহু মানুষ কুয়োর জলের উপরে নির্ভরশীল। গোটা দেশের ক্ষেত্রেই কমবেশি এ কথা প্রযোজ্য।
advertisement
2/6
কুয়ো যেমনই হোক না কেন, তার আকার সবসময় গোলই হয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এর পিছনে কারণ কী?
advertisement
3/6
এক সময় মানুষ শুধুৃমাত্র নদী, পুকুরের জলের উপরেই নির্ভরশীল ছিল। পরে শুরু হয় কুয়োর ব্যবহার।
advertisement
4/6
কুয়োয় প্রচুর পরিমাণে জল থাকে৷ কুয়োয় যত কোণ থাকবে তার উপর জলের চাপও তত বেশি পড়বে৷
advertisement
5/6
এর ফলে কোণগুলিতে দ্রুত ফাটল ধরতে শুরু করে৷ যার জেরে কুয়ো দ্রুত নষ্ট হতে শুরু করে৷
advertisement
6/6
কিন্তু কুয়ো গোলাকার হলে সবদিকে সমান ভাবে জলের চাপ পড়ে৷ ফলে কুয়ো দীর্ঘস্থায়ী হয়৷