TRENDING:

সপ্তাহের কোন দিন কোন ঠাকুরের অর্চনা করলে কেটে যাবে সব বাধা বিপত্তি, জেনে নিন

Last Updated:
advertisement
1/8
সপ্তাহের কোন দিন কোন ঠাকুরের অর্চনা করলে কেটে যাবে সব বাধা বিপত্তি, জেনে নিন
আপনি কি সাফল্যের সন্ধানে ৷ ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে সবই করছেন কিন্তু ঠিকঠাক কাজ দিচ্ছে না ৷ আসলে কোথাও একটা গন্ডগোল হয়ে যাচ্ছে সেটাই আপনি ঠিক বুঝতে পারছেন না ৷ আসলে প্রতি ঈশ্বরের আরাধনার একটি করে নির্দিষ্ট দিন রয়েছে ৷ আর সেই দিনে তার আরাধনা করলেই সাফল্য আপনার কাছে ধরা দেবে ৷ শিবপুরাণে লেখা আছে কোন দিন কোন ভগবানের আরাধনা করা উচিত ৷ পাশাপাশি কি পদ্ধতিতে অর্চনা করা উচিত তাও বলে দেওয়া আছে হিন্দু শাস্ত্রে ৷ Photo Source- Collected
advertisement
2/8
সোমবার দিন মহাদেবে-র বার ৷ তিনি সাদা ফুলে অর্চনা করলে তুষ্ট হন ৷ তার সঙ্গে দুধ দিয়ে স্নান করানো ও ধূপ ও দীপ সহকারে অর্চনা ৷ যদি উপোস রেখে সাদা পোশাকে সঠিক রীতি মেনে শিবের- অর্চনা করেন তাহলে সাফল্য নিশ্চিত ৷ অবিবাহিত মহিলারা ১৬ সোমবার উপবাস রেখে শিবের অর্চনা করলে মনোমতো স্বামী পাওয়া নিশ্চিত ৷Photo Source- Collected
advertisement
3/8
মঙ্গলবার বজরংবলীর পুজো করার জন্য আদর্শ দিন ৷ শ্রীরামকে লঙ্কা বিজয়ে সাহায্য করেছিলেন তিনি ৷ হনুমানকে সিঁদুর দিয়ে পুজো করার রীতি বিখ্যাত ৷ লাল বস্ত্র, লাল ফুল, রক্ত চন্দন দিয়ে আরাধনা করা হয় শ্রীরামের অনুগত ভক্তকে ৷ হনুমানজীকে অর্চনা করার ক্ষেত্রে নিরামিষ ভক্ষণ ও নুন বিহীণ খাদ্য গ্রহণ একেবারে সঠিক উপায় ৷Photo Source- Collected
advertisement
4/8
বুধবার দিন গণেশ পুজো করা উচিত ৷ হিন্দু পরিবার মাত্রই গণেশ পুজোর প্রচলন রয়েছে ৷ জীবনে যতই বাধা আপনাকে আটকে রাখুক, তা পেরিয়ে এগিয়ে চলতে হলে গণেশ-জীর মাহাত্ম্য অপরিসীম ৷ লাড্ডু দিয়ে দুর্গা নন্দনের পুজো করলে সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে ৷Photo Source- Collected
advertisement
5/8
বৃহস্পতিবার মহালক্ষ্মীর আরাধনার দিন সে তো জানেনই ৷ তার সঙ্গে এই দিনটা যে প্রভু বিষ্ণু-রও আরাধনার দিন তা জানতেন কি ৷ সৌভাগ্য ও বৈভবের জন্য তার আরাধনা করা হয় ৷ শ্রী বিষ্ণুর প্রিয় ফুল হলুদ রঙের ৷ পুজোর সময়ে বিষ্ণুশাস্ত্র উচ্চারণ করলে ফল আরও কার্যকর হয় ৷ উপোস রেখে ও নুনহীণ খাবার খেলে ভক্তরা অধিক কার্যকরী ফল পান ৷Photo Source- Collected
advertisement
6/8
শুক্রবার শক্তি আরাধনার বার ৷ দেবী দুর্গা ও সন্তোষী মা-র আরাধনা করুন শুক্রবার ৷ লাল কাপড় ও লাল ফুল দিয়ে দেবীর অর্চনা করা উচিত ৷ শাস্ত্র অনুযায়ি গণেশের কন্যা সন্তোষী মা ৷ কেশর, শুকনো ফল দিয়ে মায়ের পুজোয় ফল মেলে হাতেনাতে ৷ Photo Source- Collected
advertisement
7/8
শনি দেবতার পুজোর আদর্শ দিন শনিবার ৷ এদিন মহাকালীর-ও পুজো করলেও সাফল্য ধরা দেবে, টলে যাবে বাধা বিঘ্ন ৷ সরষের তেলে-র প্রদীপ জ্বেলে শনি মহারাজের পুজো করা উচিত ৷ অন্যদিকে মা কালীকে কালো বস্ত্র, লাল ফুল, ধুপ দিয়ে অর্চনা করা হয় ৷ Photo Source- Collected
advertisement
8/8
সূর্যদেবের জন্য নির্ধারিত দিন রবিবার ৷ সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সূর্যদেবের আরাধনা করা হয় ৷ এই পুজোয় কেটে যায় গ্রহের ফাঁড়া ৷ গুড়, ধান, লাল ফুল ও সিঁদুর দিয়ে সূর্য দেবের পুজো সফল হয় ৷ Photo Source- Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সপ্তাহের কোন দিন কোন ঠাকুরের অর্চনা করলে কেটে যাবে সব বাধা বিপত্তি, জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল