TRENDING:

How to soften hard stale roti: রুটি হবে তুলোর মতো! এই ৩ উপায়ে ফ্রিজে রাখা শক্ত বাসি রুটিও সহজেই হবে নরম তুলতুলে

Last Updated:
How to soften hard stale roti: বাসি রুটির একটু অন্য রকম স্বাদ পেতে চান। তা হলে কড়াইয়ে এক টুকরো মাখন ফেলে তাতে রুটি ভেজে নিন। এতে রুটি নরমও হবে। আবার বাসি রুটির একটি আলাদা স্বাদও পাবেন।
advertisement
1/6
রুটি হবে তুলোর মতো! এই ৩ উপায়ে ফ্রিজে রাখা শক্ত বাসি রুটিও সহজেই হবে নরম তুলতুলে
বহু মানুষেরই রাতে রুটি খাওয়ার অভ‍্যাস আছে। রুটি খেতে অনেকেই ভালবাসলেও বানাতে পছন্দ করেন না অনেকে।
advertisement
2/6
রুটি বানানো সত্যিই অনেক ঝক্কির কাজ। বেশ অনেকটা সময়ও লাগে বানাতে। তাই অনেকেই একসঙ্গে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেন।
advertisement
3/6
কিন্তু সমস্যা শুরু হয় সেখানেই। আগের দিনের বাসি রুটি শক্ত হয়ে যায়। এতটাই শক্ত হয়ে যায় যে, ছেঁড়াটাই অসম্ভব হয়ে পড়ে। তবে কয়েকটি উপায় জানা থাকলে আপনার বাসি রুটিও হয়ে উঠবে নরম তুলতুলে।
advertisement
4/6
১) ঈষদুষ্ণ জলে আগের দিনের রুটি ডুবিয়ে তুলে নিন। কিছু ক্ষণ রেখে দিলেই নরম হয়ে যাবে রুটি।
advertisement
5/6
২) হালকা গরম জলে একটি কাপড় ভিজিয়ে নিন। আগের দিনের রুটিগুলি এ বার সেই কাপড়ে মুড়ে কিছু ক্ষণ রেখে দিন। রুটি এমনিতেই নরম হয়ে যাবে।
advertisement
6/6
৩) বাসি রুটির একটু অন্য রকম স্বাদ পেতে চান। তা হলে কড়াইয়ে এক টুকরো মাখন ফেলে তাতে রুটি ভেজে নিন। এতে রুটি নরমও হবে। আবার বাসি রুটির একটি আলাদা স্বাদও পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How to soften hard stale roti: রুটি হবে তুলোর মতো! এই ৩ উপায়ে ফ্রিজে রাখা শক্ত বাসি রুটিও সহজেই হবে নরম তুলতুলে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল