Kitchen Hacks: লেবুর টুকরোর সঙ্গে ১০ টাকার এই পাউডার, মুহূর্তে গ্যাসের বার্নার ঝকমক করবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Kitchen Hacks: শুধু গরমজলে গ্যাস ওভেনের বার্নার পরিস্কার হচ্ছে না। এ বারে গরম জলের সঙ্গে লেবু ও ইনো ব্যবহার করে দেখুন। ফের নতুন চেহারায় ফিরবে বার্নার।
advertisement
1/6

*শুধু গরমজলে গ্যাস ওভেনের বার্নার পরিস্কার হচ্ছে না। এ বারে গরম জলের সঙ্গে লেবু ও ইনো ব্যবহার করে দেখুন। ফের নতুন চেহারায় ফিরবে বার্নার। প্রতিবেদনঃ অনন্যা দে। ফাইল ছবি।
advertisement
2/6
*রান্না শেষে গ্যাস ওভেন পরিস্কার করেন সকলেই। বার্নার পরিস্কার হয় সপ্তাহে একদিন। কিন্তু তখনই কালঘাম ছুটে যায় গৃহিনীদের। ফাইল ছবি।
advertisement
3/6
*গরমজলে ডুবিয়ে রাখলেও পরিস্কার হয় না বার্নার। এ দিকে বার্নার পরিস্কার না থাকার জন্য আগুনের আঁচ বাড়তে চায় না। খামোখা রান্নার দেরি। ফাইল ছবি।
advertisement
4/6
*তবে গ্যাস ওভেনের বার্নার পরিস্কার করার নতুন হ্যাক বললেন গৃহিনী সুনীতা লামা। তিনি জানান, "বেশি কিছু না গরম জলে যখন গ্যাস বার্নার ডুবিয়ে রাখা হয়। তখন ব্যবহার করতে হবে লেবু ও ইনো। বার্নার পরিস্কার করতে হবে লেবুর খোসা দিয়ে।" ফাইল ছবি।
advertisement
5/6
*গ্যাস ওভেন পরিস্কারের সময় গরম জল করে নিয়ে বার্নার দুটি ভিজিয়ে ফেলতে হবে। লেবু, ইনো দিয়ে দিতে হবে গরম জলে। এক থেকে দেড় ঘণ্টা রেখে দিতে হবে। ফাইল ছবি।
advertisement
6/6
*এরপর বার্নার দুটি তুলে নিয়ে লেবুর খোসা দিয়ে পরিস্কার করে পরিস্কার জলে ধুয়ে ফেলতে হবে। লেবু ও ইনোর ক্ষারেই পরিস্কার হবে গ্যাস বার্নার। লাগবে নতুনের মতো। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks: লেবুর টুকরোর সঙ্গে ১০ টাকার এই পাউডার, মুহূর্তে গ্যাসের বার্নার ঝকমক করবে