TRENDING:

Kitchen Cleaning Tips: ৫ ঘরোয়া রান্নার জিনিসেই মুক্তি! আজই তাড়ান রান্নাঘরের 'ভিলেন' পোকামাকড়কে!

Last Updated:
Kitchen Cleaning Tips: অনেক বাড়িতেই রান্নাঘরে পোকামাকড়, আড়শোলার সমস‍্যা থাকে। রান্নাঘর থেকে পোকামাকাড় শত চেষ্টা করেও দূর করা যায় না। সেজন্যই কিছু ঘরোয়া পদ্ধতিতে প্রয়োগ করা যেতে পারে।
advertisement
1/8
৫ ঘরোয়া রান্নার জিনিসেই মুক্তি! আজই তাড়ান রান্নাঘরের  'ভিলেন' পোকামাকড়কে!
প্রতিটি বাড়িতে রান্নাঘর স্বাস্থ্যেকর হওয়াটা খুবই প্রয়োজনীয়। কারণ রান্নাঘরে খাবার তৈরি করা হয়। তাই রান্নাঘর পরিষ্কার হওয়াটা খুবই দরকার। রান্নাঘরকে পরিচ্ছন্নতার দিক থেকে সবথেকে বেশি প্রাধান‍্য দেওয়া উচিত।
advertisement
2/8
কিন্তু অনেক বাড়িতেই রান্নাঘরে পোকামাকড়, আড়শোলার সমস‍্যা থাকে। রান্নাঘর থেকে পোকামাকাড় শত চেষ্টা করেও দূর করা যায় না। সেজন্যই কিছু ঘরোয়া পদ্ধতিতে প্রয়োগ করা যেতে পারে।
advertisement
3/8
শীত শেষ। বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তেলাপোকা, টিকটিকি ও অন্যান্য পোকামাকড়ের সংখ্যাও বাড়বে বিশেষ করে রান্নাঘরে। এই পোকামাকড় খাবারে প্রবেশ করলে শরীরে বিভিন্ন রোগ হতে পারে।
advertisement
4/8
ডিমের খোসা..ডিমের খোসা টিকটিকি তাড়াতে খুবই কার্যকারী। জানালায় ডিমের খোসা রাখলেই ফল দেখতে পাবেন। এছাড়াও, প্রতি সপ্তাহে পুরনো খোসা ফেলে দিয়ে নতুন খোসা রাখতে হবে।
advertisement
5/8
পেঁয়াজ, রসুনের খোসারান্নাঘর থেকে পোকামাকড় এবং তেলাপোকা তাড়াতে পেঁয়াজ এবং রসুনের খোসা ব্যবহার করতে পারেন। রান্নাঘরের দরজায় পেঁয়াজ এবং রসুনের চামড়া ঝুলিয়ে রাখতে পারেন।
advertisement
6/8
ন্যাপথালিন বলন্যাপথালিনের গুলিও টিকটিকি এবং অন্যান্য পোকামাকড় তাড়ায়। তবে, তেলাপোকা এবং টিকটিকি তাদের কাছে পৌঁছাতে পারে এমন জায়গায় ন্যাপথালিনের গুলি রাখতে হবে। তবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
advertisement
7/8
লাল লঙ্কালাল লঙ্কা ব্যবহার করে বাড়িতে তৈরি পোকামাকড় প্রতিরোধী স্প্রে করতে পারেন। লাল লঙ্কা গুঁড়ো পিষে জলে মিশিয়ে নিন। এই স্প্রে টিকটিকিকে দূরে রাখতে সাহায‍্য করে।
advertisement
8/8
লবঙ্গআড়শোলা তাড়াতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরে লবঙ্গ রাখুন। তাছাড়া, কেরোসিন তেলের গন্ধও পোকামাকাড় চলে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Cleaning Tips: ৫ ঘরোয়া রান্নার জিনিসেই মুক্তি! আজই তাড়ান রান্নাঘরের 'ভিলেন' পোকামাকড়কে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল