TRENDING:

Kiss: ঠোঁটে-ঠোঁট রেখে চুমু খেলেই হল না! কোন চুমুর কী মানে? কত-রকমের চুমু আছে জানেন তো?

Last Updated:
Kiss: চুমু খাওয়ার আগে জানতে হবে চুম্বনের সঠিক মানে! না হলে কিন্তু বড় ভুল করে ফেলবেন! জানুন
advertisement
1/8
ঠোঁটে-ঠোঁট রেখে চুমু খেলেই হল না! কোন চুমুর কী মানে? কত-রকমের চুমু আছে জানেন তো?
ভালবাসা প্রকাশের নানা মাধ্যম থাকলেও, জানেন কি চুমুর প্রকারভেদে প্রকাশ পায় ভালবাসার নানা স্তর। প্রিয়জনকে কোন চুমু খেলে কি বোঝায় জেনে নিন
advertisement
2/8
স্টার্টার কিস বা কপালে চুমু খাওয়ার মধ্যে দিয়ে প্রথম ঘনিষ্ঠতা বা প্রথম বন্ধুত্বের ভালবাসা প্রকাশ পায়। এটি কিন্তু সুন্দর চুমু। ফলে এই চুমুর মধ্যে জড়িয়ে থাকে স্নেহের পরশ
advertisement
3/8
ফ্রেঞ্চ কিস কিন্তু বেশ জটিল ব্যাপার। সে ক্ষেত্রে সাধারণত দুই ঠোঁটের উপস্থিতি থাকলেও, অদ্ভুতভাবে ঠোঁটের কোন কাজ নেই। সেখানে একজনের জিহ্বা অপরজনের জিহ্বাকে স্পর্শ করে। বিশেষজ্ঞরা বলে থাকেন এই চুমুতে পারদর্শী হতে বেশ অনেকটাই সময় লেগে। এই চুমু কিন্তু বেশ রোমান্টিক, প্যাশনেট এবং উষ্ণ। সাধারণত এই চুমু প্রিয়জনকে গভীরভাবে শরীর ও মন থেকে নাড়া দেয়, বাড়ায় যৌন উত্তেজনা
advertisement
4/8
সিঙ্গল লিপ কিস স্বামী ও স্ত্রী বা প্রেমিক প্রেমিকারা যখন তাদের সম্পর্কটাকে অনেকটা গভীরে নিয়ে যেতে পারেন, তারা তখন এই ধরনের চুমু খেয়ে থাকেন। আলতোভাবে ঠোঁটে ঠোঁট রেখে অথবা ওপর বা নিচের ঠোঁট ছুঁয়ে হয় এই আদর
advertisement
5/8
চিক কিসিং বা গালে চুমু খাওয়া, একজনের গাল আর একজনের গাল স্পর্শ করে যে চুমু খাওয়া হয় তাকে চিক কিসিং বলে। অনেক সময় মা শিশুকে এই ধরনের চুমু খেয়ে থাকেন। আত্মীয়স্বজন, বন্ধুদের মধ্যে ইউরোপীয় স্টাইলের এই ধরনের চুমু জনপ্রিয়
advertisement
6/8
হাতে চুমু খাওয়া অর্থাৎ প্রিয় মানুষের হাত সামনের দিকে টেনে উপরের অংশে চুমু খাওয়ার রেওয়াজ ইউরোপিও সংস্কৃতি হলেও, এর সাহায্যে উল্টো দিকের মানুষের প্রতি সম্মান ও সৌজন্য প্রকাশ করা বোঝায়
advertisement
7/8
এয়ার কিস বা ফ্লাইং কিস হল কারও উদ্দেশে চুমু ছুড়ে দেওয়ার যে প্রথা আছে তাকে বলা হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও এই চুমু ভালবাসা বোঝাতেই ব্যবহার করা হয়। অনেক সময় বয়সে বড়রাও ছোটদের দিয়ে থাকে এই কিস!
advertisement
8/8
চুমুর আরও নানার রকমফের থাকলেও, সাধারণত এই ধরনের ভালোবাসার পদ্ধতি গুলোই প্রিয়জনের উদ্দেশ্যে বেশি ব্যবহার হয়ে থাকে আমাদের সমাজে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kiss: ঠোঁটে-ঠোঁট রেখে চুমু খেলেই হল না! কোন চুমুর কী মানে? কত-রকমের চুমু আছে জানেন তো?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল