King of Bitters (Kalmegh) Benefits: তেতোর রাজা...! পাতা নয়, 'ব্রক্ষ্মাস্ত্র' এই সবুজ! রোগ-ব্যাধি কাছে ঘেঁষতে দেয় না! গুণ জানলে চমকে যাবেন
- Published by:Sanjukta Sarkar
- local18
- Written by:Trending Desk
Last Updated:
King of Bitters (Kalmegh) Benefits: শিশু-বৃদ্ধ থেকে গর্ভবতী, সবার স্বাস্থ্যের উপকারে মহৌষধের সমান। গুণ জানলে এক্ষুনি বাজার ছুটবেন। এর প্রধান ক্ষারীয় উপাদান হল - অ্যান্ড্রোগ্রাফোলাইড, যা অনেক রোগের প্রতিষেধক। মরশুমি রোগের হাত থেকে বাঁচতে গ্রামাঞ্চলে আজও কালমেঘ খাওয়ার চল রয়েছে।
advertisement
1/9

কালমেঘ ভেষজ উদ্ভিদ। বাংলা-সহ উত্তর ভারতে ব্যাপক পরিমাণে পাওয়া যায়। স্বাদ অত্যন্ত তেঁতো হলেও গুণে ভরপুর। এর প্রধান ক্ষারীয় উপাদান হল - অ্যান্ড্রোগ্রাফোলাইড, যা অনেক রোগের প্রতিষেধক। মরশুমি রোগের হাত থেকে বাঁচতে গ্রামাঞ্চলে আজও কালমেঘ খাওয়ার চল রয়েছে।
advertisement
2/9
আয়ুর্বেদে কালমেঘকে মহৌষধ বলা হয়েছে। স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। সমস্তিপুরের আয়ুর্বেদিক চিকিৎসক রাধেশ্যাম বলছেন, ‘কালমেঘ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। গ্যাস, সাধারণ জ্বর, কৃমি, লিভারের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয়।
advertisement
3/9
মূলত আয়ুর্বেদিক ওষুধ হিসেবেই কালমেঘের ব্যবহার। গর্ভাবস্থায় অনেক মহিলার ঘনঘন গা গুলোয়। কেউ কেউ অতিরিক্ত বমি করেন। এই সময় ২ গ্রাম কালমেঘের পেস্টের সঙ্গে সমপরিমাণ চিনি মিশিয়ে খেলে আরাম পাওয়া যায়।
advertisement
4/9
কালমেঘ ভেষজ। অনেক রোগের অব্যর্থ দাওয়াই। আয়ুর্বেদে এর ব্যবহার বহু প্রাচীন। শুধু তাই নয়, অনেক রোগে এই ওষুধ দেওয়া হয়। এমনকী জ্বরেও। কালমেঘ স্বাদে তেঁতো। তবে এতে থাকা ওষুধি গুণ জ্বর কমাতে সাহায্য করে।
advertisement
5/9
রক্ত পরিষ্কার রাখতে কালমেঘ খাওয়ার চল বহু প্রাচীন। এক গ্লাস গরম জলে কালমেঘ পাতা ফুটিয়ে ক্কাথের মতো সেবন করতে হয়। ফ্লু সংক্রান্ত রোগ কাছে ঘেঁষতে পারে না। এটা ম্যালেরিয়ার জন্যেও প্রতিষেধকের কাজ করে কারণ এতে অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট রয়েছে।
advertisement
6/9
কালমেঘের অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট রয়েছে। নিয়মিত সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। টমাস জেফারসন ইউনিভার্সিটি পরিচালিত এক গবেষণায় দাবি করা হয়েছে যে কালমেঘ ডায়াবেটিস প্রতিরোধে সক্ষম।
advertisement
7/9
কালমেঘ জ্বরেরও ওষুধ। কারণ এতে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট রয়েছে। কালমেঘের ক্কাথ জ্বরের রোগীকে দিতে হয়। চাইলে এতে আদা, মধুর মতো অন্যান্য আয়ুর্বেদিক উপাদানও যোগ করা যায়।
advertisement
8/9
প্রতিদিন খালি পেটে এক গ্লাস কালমেঘের রস বা ক্কাথ পান করলে হজম ভাল হয়। পেটের যাবতীয় রোগ কাছে ঘেঁষতে পারে না। শরীরের টক্সিক পদার্থও বেরিয়ে যায়।
advertisement
9/9
কালমেঘ থেকে বহু আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। অন্যান্য সুবিধাও রয়েছে। এসব কথা বিবেচনা করেই সমস্তিপুর জেলার পাটোরি মহকুমা এলাকায় ব্যাপক হারে কালমেঘের চাষ হচ্ছে। লাভের মুখ দেখছেন কৃষকরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
King of Bitters (Kalmegh) Benefits: তেতোর রাজা...! পাতা নয়, 'ব্রক্ষ্মাস্ত্র' এই সবুজ! রোগ-ব্যাধি কাছে ঘেঁষতে দেয় না! গুণ জানলে চমকে যাবেন