Kidney Problems Symptoms: কিডনি বিকল হচ্ছে? সংকেত দেবে আপনার মুখ-পা! সময় থাকতে সতর্ক হন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kidney Problems Symptoms: মানুষের শরীরে কিডনির সংখ্যা দু’টি, তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ পাওয়া যায় না।
advertisement
1/9

আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। (Representative Image)
advertisement
2/9
মানুষের শরীরে কিডনির সংখ্যা দু’টি, তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ পাওয়া যায় না। আর সময় থাকতে কিডনির সমস্যা ধরা না পড়লে সেরে ওঠার সম্ভাবনাও কমতে থাকে। (Representative Image)
advertisement
3/9
রোজ হার্ট-ব্লাড সুগার-ব্লাড প্রেশার নিয়ে যতটা ভাবেন, কিডনির স্বাস্থ্য নিয়েও ততটা ভাবেন কি? কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার কিডনি কাজ করা বন্ধ করছে? (Representative Image)
advertisement
4/9
পা ফোলা: ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, কিডনি বিকল হলে পা ফুলে যায়। আসলে কিডনির কাজ করার ক্ষমতা কমে গেলে হিমোগ্লোবিনের মাত্রা বদলে যায়। এর প্রভাব পড়ে পায়ে। (Representative Image)
advertisement
5/9
ঘন ঘন প্রস্রাব: কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। কিন্তু কিডনি দুর্বল হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব হয়। এমনকী প্রস্রাবের পরিমাণ, রঙ এবং গন্ধও বদলে যেতে পারে। (Representative Image)
advertisement
6/9
খেতে অরুচি: কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে ক্ষতিকর পদার্থ জমতে শুরু করে। এ থেকে বমি বমি ভাব হয়। খাবারে অরুচি দেখা দেয়। অনেক সময় পেটেও অস্বস্তি হয়। (Representative Image)
advertisement
7/9
শ্বাসকষ্ট: সবসময় যে হৃদরোগের কারণে শ্বাসকষ্ট হবে তা কিন্তু নয়। কিডনি ঠিকমতো বর্জ্য অপসারণ করতে না পারলে এই বিষাক্ত পদার্থ ফুসফুসে পৌঁছে যায়। তখন শ্বাস নিতে কষ্ট হয়। (Representative Image)
advertisement
8/9
অতিরিক্ত ক্লান্তি: কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে। তখন চরম ক্লান্তি গ্রাস করে। কিডনি ফেইলিওরের ফলে রক্তে টক্সিনের মাত্রা বেড়ে গিয়েও অবসন্নতা সৃষ্টি করে। (Representative Image)
advertisement
9/9
মুখ ও শরীরের ত্বক অতিরিক্ত শুকিয়ে যাওয়াও কিডনি বিকলের দিকের ইঙ্গিত। কিডনি ঠিকমতো ছাঁকনির কাজ না করলে শরীরে টক্সিন জমতে থাকে। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। এমনকী অনিদ্রার মতো সমস্যাও দেখা দেয়। (Representative Image)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Problems Symptoms: কিডনি বিকল হচ্ছে? সংকেত দেবে আপনার মুখ-পা! সময় থাকতে সতর্ক হন