TRENDING:

Kidney Damage Symptoms: মুখে দুর্গন্ধ বা অনিদ্রাও 'কিডনি' বিকল হওয়ার লক্ষণ হতে পারে, আর কোন ৭ উপসর্গ জানান দেয় আপনার কিডনি নষ্ট হচ্ছে? পড়ুন

Last Updated:
বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি অসুখ ধরা পড়ে অনেক দেরিতে। কারণ, কিডনির অসুখের প্রাথমিক পর্যায়ে তেমন কোনও লক্ষণ দেখা যায় না। প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত কেউ বুঝতেই পারেন না, কিডনি খারাপ হয়েছে
advertisement
1/9
মুখে দুর্গন্ধ বা অনিদ্রাও 'কিডনি' বিকল হওয়ার লক্ষণ হতে পারে, আর কোন ৭ উপসর্গে সতর্ক হবেন?
বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি অসুখ ধরা পড়ে অনেক দেরিতে। কারণ, কিডনির অসুখের প্রাথমিক পর্যায়ে তেমন কোনও লক্ষণ দেখা যায় না। প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত কেউ বুঝতেই পারেন না, কিডনি খারাপ হয়েছে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন-এর চিফ মেডিক্যাল অফিসার ড. জোসেফ ভ্যাসালোটি বলছেন, ''কিডনি রোগের বেশ কিছু শারীরিক লক্ষণ রয়েছে, কিন্তু অনেক সময় মানুষ সেগুলিকে অন্য অসুস্থতার লক্ষণ বলে ধরে নেন।''! কাজেই শুরুতেই সচেতন হন। শরীরের কোন কোন লক্ষণ বলে দেয়, আপনার কিডনি ভাল নেই?
advertisement
2/9
সঠিকভাবে ভাবতে না পারা-- কিডনি সঠিকভাবে কাজ না করলে অ্যানেমিয়া হতে পারে। অ্যানেমিয়া হলে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছায় না, কাজেই মস্তিষ্ক সঠিকভাবে ভাবতে পারে না।
advertisement
3/9
শ্বাসকষ্ট-- কিডনি সঠিকভাবে কাজ না করলে ফুসফুসে বাড়তি তরল জমা হয়। পাশাপাশি, কিডনি অসুস্থ হয়ে পড়লে অ্যানেমিয়া হতে পারে, যার ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। এই দুই কারণে দেখা দেয় শ্বাসকষ্ট।
advertisement
4/9
অনিদ্রা: কিডনি বিকল হতে থাকলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলি দেহের বাইরে বেরোতে পারে না। এটি অনিদ্রার অন্যতম কারণ
advertisement
5/9
পা ও মুখ ফুলে যাওয়া: কিডনির সমস্যায় রক্তে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়। ফলে পায়ের পাতা, গোড়ালি ফুলে যায়। কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমা হয়, ফলে মুখ ফুলে যায়।
advertisement
6/9
মুখে দুর্গন্ধ, পেট খারাপ,বমি--- কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্তে টক্সিন জমা হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে ইউরেমিয়া। এর ফলে মুখে দুর্গন্ধ হয়। পেট খারাপ,বমি,বমি-বমিভাব দেখা দিতে পারে
advertisement
7/9
মূত্রের সমস্যা: বার বার প্রস্রাবের বেগ কিডনির অসুখের লক্ষণ হতে পারে। বিশেষত রাতে। মূত্রের সঙ্গে রক্তপাত বা মূত্রে অতিরিক্ত ফেনা হলেও সাবধান হন। বার বার প্রস্রাবের কার‌ণে শরীরে জলের ঘাটতি হয়, তাই হাঁটতে গেলে পেশিতে টান পড়তে পারে।
advertisement
8/9
ত্বকের সমস্যা: কিডনি শরীরের লবণ ও প্রয়োজনীয় খনিজের ভারসাম্য বজায় রাখে। কিডনি সঠিকভাবে কাজ না করলে ত্বক শুষ্ক খসখসে হয়ে যায়। ত্বকে ঘা, চুলকানি হতে পারে। হাড়ের সমস্যা দেখা দিতে পারে।
advertisement
9/9
সবসময় ক্লান্ত লাগা-- কিডনি erythropoietin নামক একটি হরমোন তৈরি করে। আরবিসি তৈরিতে এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিডনি অসুস্থ হয়ে পড়লে erythropoietin হরমোন তৈরি কমে যায়, ফলে আরবিসিও কমে যায়। কাজেই পেশি ও মস্তিষ্ক খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Damage Symptoms: মুখে দুর্গন্ধ বা অনিদ্রাও 'কিডনি' বিকল হওয়ার লক্ষণ হতে পারে, আর কোন ৭ উপসর্গ জানান দেয় আপনার কিডনি নষ্ট হচ্ছে? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল