TRENDING:

Kidney Cancer: ৪০ পেরলেই ভয়ঙ্কর হারে বাড়ছে কিডনি ক্যানসারের ঝুঁকি, শরীরে কোন উপসর্গ দেখলেই ডাক্তার দেখাবেন? পড়ুন

Last Updated:
মেডিক্যাল জার্নাল 'দ্য ল্যানসেট'-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত। মহিলাদের মধ্যে ক্যানসারে আক্রান্তের হার প্রতি বছর বাড়ছে ৪ শতাংশ করে, পুরুষদের মধ্যে বাড়ছে প্রতি বছর ২.৪ শতাংশ করে। গবেষণায় দেখা গিয়েছে, ৪০-এর পর বিপুল হারে বাড়ছে কিডনির ক্যানসার বা রেনাল ক্যানসার কারসিনোমায় আক্রান্তের সংখ্যা
advertisement
1/9
৪০ পেরলেই ভয়ঙ্কর হারে বাড়ছে কিডনি ক্যানসারের ঝুঁকি, কোন উপসর্গ এই মারণ রোগের জানান দেয়?
মেডিক্যাল জার্নাল 'দ্য ল্যানসেট'-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত। মহিলাদের মধ্যে ক্যানসারে আক্রান্তের হার প্রতি বছর বাড়ছে ৪ শতাংশ করে, পুরুষদের মধ্যে বাড়ছে প্রতি বছর ২.৪ শতাংশ করে। গবেষণায় দেখা গিয়েছে, ৪০-এর পর বিপুল হারে বাড়ছে কিডনির ক্যানসার বা রেনাল ক্যানসার কারসিনোমায় আক্রান্তের সংখ্যা--
advertisement
2/9
কিডনির ক্যানসার বা রেনাল ক্যানসার কারসিনোমার শুরুতে কিডনিতে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হতে থাকে, পরে তা টিউমারের আকার নেয়। কীভাবে বুঝবেন কিডনিতে ক্যানসার বাসা বেঁধেছে? রেনাল ক্যানসারের উপসর্গ কী কী ?
advertisement
3/9
কোমরে ব্যথা-- কোমরের একপাশে টানা ব্যথা মানেই ভয়ের, কিডনি ক্যনসারের অন্যতম উপসর্গ
advertisement
4/9
ওজন কমা-- হঠাৎ কোনও কারণ ছাড়ি যদি ওজন কমে, তবে চিন্তার। যে-কোনও ক্যানসারের প্রাধমিক উপসর্গই হল আচমকা ওজন কমে যাওয়া।
advertisement
5/9
প্রস্রাবে রক্ত-- প্রস্রাবের রং লালচে বা বাদামি হলে চিন্তার। চিকিৎসকের দ্বারস্থ হন।
advertisement
6/9
নকটুরিয়া: এই অসুখে বার বার প্রস্রাব হয়, বিশেষ করে রাতে। এটি কিন্তু কিডনি ক্যানসারের লক্ষণ হতে পারে।
advertisement
7/9
জ্বর অথবা রাতে ঘাম হওয়া: রাতে ঘুমোনোর সময় হঠাৎ খুব ঘামছেন? ঘনঘন জ্বর আসছে? এগুলোও কিন্তু কিডনি ক্যানসারের লক্ষণ।
advertisement
8/9
শরীরে ফোলাভাব: পেট, পা অথবা গোড়ালির চারপাশ খুব ফুলে থাকছে? এটিও কিন্তু কিডনির সমস্যারলক্ষণ! দেরি না করে চিকিৎসকের দ্বারস্থ হন।
advertisement
9/9
অস্বাভাবিক ক্লান্তি: ঘুমিয়ে, পর্যাপ্ত পরিশ্রাম করার পরও ক্লান্তি কাটছে না? কিডনি ক্যানসারের অন্যতম লক্ষণ দিনভর ক্লান্ত থাকা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Cancer: ৪০ পেরলেই ভয়ঙ্কর হারে বাড়ছে কিডনি ক্যানসারের ঝুঁকি, শরীরে কোন উপসর্গ দেখলেই ডাক্তার দেখাবেন? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল