TRENDING:

Art & Adda: অন্য ‘চরিত্রে’ অপরাজিতা, খামখেয়াল বাড়িতে অভিনেত্রীর চিত্র প্রদর্শনী, শীতের মিঠে রোদে জমে উঠল ‘আর্ট অ্যান্ড আড্ডা’

Last Updated:
Art & Adda with Aparajita Ghosh: অপরাজিতা ঘোষ অভিনেত্রী। পর্দার পরিচিত মুখ। লাইট, ক্যামেরা, অ্যাকশনে সাবলীল। কিন্তু তিনি যে এমন ছবি আঁকতে পারেন কে জানত! না, অনেকেই জানতেন না।
advertisement
1/8
অন্য ‘চরিত্রে’ অপরাজিতা, খামখেয়াল বাড়িতে অভিনেত্রীর চিত্র প্রদর্শনী
অপরাজিতা ঘোষ অভিনেত্রী। পর্দার পরিচিত মুখ। লাইট, ক্যামেরা, অ্যাকশনে সাবলীল। কিন্তু তিনি যে এমন ছবি আঁকতে পারেন কে জানত! না, অনেকেই জানতেন না। অবশ্য জানার কথাও নয়। তবে এবার জানবেন।
advertisement
2/8
সম্প্রতি উত্তর কলকাতার খামখেয়াল বাড়িতে অনুষ্ঠিত হল আর্ট অ্যান্ড আড্ডা চিত্র প্রদর্শনী। অপরাজিতার নিজের কথায় এতদিন মনের আনন্দে এবং দুঃখে যে সব ছবি এঁকেছেন, এবার সেগুলোই সেজেগুজে ফ্রেমবন্দি হয়ে ‘আত্মপ্রকাশ’ করতে চলেছে।
advertisement
3/8
ছোটবেলা থেকেই রঙ-তুলির সঙ্গে সখ্যতা। কাজের ফাঁকে সাদা কাগজের সামনে বসেন। ফুটিয়ে তোলেন মনের রঙ। তবে নিজের ছবির প্রদর্শনী আগে কখনও হয়নি। এটাই প্রথম।
advertisement
4/8
আসলে প্রথম কোনও কিছু সবসময়ই স্পেশাল। অনেকটা প্রথম প্রেমের মতো। অসহনীয় ভাল লাগা ঘিরে থাকে। এক গা শিরশিরে অনুভূতি।
advertisement
5/8
অপরাজিতার নিজের কথায়, “প্রথম সবসময়ই স্পেশাল। সেই প্রথম যেদিন আঁকতে গেলাম বংশীকাকুর কাছে, সেই যেদিন প্রথম ঠিক করলাম শিল্পী হওয়ার জার্নিতে কেটে নেব নিজের আরএসি টিকিট, যেদিন প্রথম বোলপুরের ট্রেনটা কলকাতার দিকে রওনা দিল, সেই প্রথম যেদিন বাদ পড়লাম। সেই প্রথম যেদিন বলল আমার দ্বারা কিচ্ছু হবে না, সেই প্রথম যেদিন চেনা মানুষ অচেনা হল, আবার অচেনার গণ্ডী পেরিয়ে প্রথম যেদিন নিজের কাজ পেলাম, সেই যেদিন নন্দনের হলে প্রথম বানানো সিনেমা দেখানো হল, সেই যেদিন প্রথম বাবাকে রুমাল বের করে চোখ মুছতে দেখলাম, সবগুলো স্পেশাল।”
advertisement
6/8
এই সব কিছু থেকে শেখেন অপরাজিতা। অভিজ্ঞতার ঝুলি ভরেন। নিজেকে সমৃদ্ধ করেন। এগিয়ে চলেন। অপরাজিতা বলছেন, “প্রতিটা প্রথম শিখিয়েছে, আরামকেদারা ছেড়ে উঠতে, কমফর্ট জোন ছেড়ে বেরোতে, স্রোতের বিপরীতে হাঁটতে, প্রয়োজনে রাস্তা তৈরি করে নিতে।”
advertisement
7/8
প্রদর্শনীর হাত ধরেই তাই অপরাজিতার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তিনি উচ্ছ্বসিত আবার আবেগপ্রবণও, “যে ছবিগুলো নিজের খেয়ালে আঁকতাম, ঠিক করেছি, সেগুলোকে একটা দেওয়াল দেব, আলোর ছোঁয়া দেব আর মুক্ত বাতাসে বয়ে যেত দেব। নিজের আঁকা ছবি গ্যালারির আলোর ঝলমলানিতে কেমন লাগে অনুভব করব।”
advertisement
8/8
‘আর্ট অ্যান্ড আড্ডা’-য় অপরাজিতার ছবি তো ছিলই। সঙ্গে ছিলেন লীনা চট্টোপাধ্যায়, বিতান চন্দ, রত্নাবলী ঘোষ, সুমিত স্যানাল, কৃষ্ণা রায়, সর্বজিত ঘোষ এবং চন্দ্রা মুখোপাধ্যায়রাও। তাহলে আর কী, শীতের মিঠে রোদ পিঠে নিয়ে আড্ডা জমে উঠল; সঙ্গে চলল ছবি দেখা!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Art & Adda: অন্য ‘চরিত্রে’ অপরাজিতা, খামখেয়াল বাড়িতে অভিনেত্রীর চিত্র প্রদর্শনী, শীতের মিঠে রোদে জমে উঠল ‘আর্ট অ্যান্ড আড্ডা’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল