Indoor plants For Luck: মুঠো মুঠো অর্থ আসবে ঘরে, গাছ বয়ে আনবে সম্পত্তি, ঘরের কোন কোণ কোন গাছে ভাগ্য বদল, জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বাড়িতে এই ধরনের ইনডোর প্লান্ট রাখলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে! জানুন বিশেষজ্ঞের পরামর্শ
advertisement
1/5

জেড প্লান্ট - লিভিং রুমে যদি জেড প্ল্যান্ট রাখেন তাহলে যেমন ঘরের সৌন্দর্য খুলবে তেমনই আসবে সৌভাগ্যের বার্তাও। পূর্ণ হবে সাফল্যের স্বাদ।বাস্তুতন্ত্রে বলা হয়েছে যদি বাড়িতে প্রবেশের পর সদর দরজার সামনে এই গাছ রাখা যায় তাহলে সুখ, শান্তি এই দুই বজায় থাকবে।
advertisement
2/5
পিস লিলি- বাস্তু বিশেষজ্ঞ অতনু ভট্টাচার্য বলেন, মতে এই ফুল বাড়িতে থাকলে সবসময় পারিবারিক শান্তি বজায় থাকে। বাড়ির চার দেওয়ালের মধ্যে শুভ শক্তি বিরাজ করে। ফলে যেমন চরম সাফল্য আসে তেমনই নানা দুশ্চিন্তাও দূর হয়।
advertisement
3/5
চাইনিজ বাঁশ- এখন যে কোনও উপহারের দোকান কিংবা অনলাইনেই পেয়ে যাবেন এই গাছ। বাড়িতে যদি একটি চাইনিশ বাঁশ এনে লাগানো যায় তাহলে পরিপারে সুখ, শান্তি বজায় থাকে। যাঁরা টাকা-পয়সা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাঁরাও এনে লাগাতেই পারেন।
advertisement
4/5
অ্যালোভেরা- বাড়িতে যদি একটা অ্যালোভেরা গাছ লাগানো যায় তাহলে তা যেমন নিজের কাজে আসবে তেমনই পরিবেশও থাকবে ভাল। অ্যালো ভেরা প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। তাই এই গাছ বাড়িতে রাখলে নানা উপকার পাবেন।
advertisement
5/5
মানি প্ল্যান্ট- এই গাছের পাতার আকৃতিই বলে দেয়, বাড়িতে একটা মানি প্ল্যান্ট রাখলে সুখ, সমৃদ্ধি আসবেই। এছাড়াও কোনও অর্থনৈতিক সমস্যা থেকেও দ্রুত মুক্তি পাওয়া যায়। কারণ বাড়িতে একটা মানি প্ল্যান্ট থাকলে মন ভালো থাকে। গাছের শ্রীবৃদ্ধির সঙ্গে নিজেরও খারাপ সময় কেটে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Indoor plants For Luck: মুঠো মুঠো অর্থ আসবে ঘরে, গাছ বয়ে আনবে সম্পত্তি, ঘরের কোন কোণ কোন গাছে ভাগ্য বদল, জানুন