মানি ব্যাগে কয়েকটা জিনিস রাখলে ভাগ্য বদলাতে পারে, পকেট খালি থাকবে না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
জীবনে অর্থাভাব চলছে! এই জিনিসগুলো মানি ব্যাগে রেখে দেখতে পারেন।
advertisement
1/5

টাকা। এটি না থাকলে জীবনে সমস্যার শেষ নেই। আমরা সবাই চাই অফুরন্ত অর্থ উপার্জন করতে। কিন্তু পারি কজন! অনেক সময় তো পকেট পুরো গড়ের মাঠ হয়ে যায়। তবে মানি ব্যাগে একটি জিনিস রাখলে মা লক্ষ্মীর কৃপা সব সময় আপনার উপর থাকবে। পকেট খালি থাকবে না।
advertisement
2/5
জ্যোতিষ শাস্ত্র মতে মানি ব্যাগে মা লক্ষ্মীর বসে থাকা অবস্থায় ছবি রাখলে শুভ।
advertisement
3/5
অশত্থ গাছের পাতা বিশেষ মন্ত্রে শুদ্ধ করে শুভ মুহূর্তে মানি ব্যাগে রাখতে পারলেও জীবনে অর্থাভাব দূর হবে।
advertisement
4/5
লাল রঙের কাগজে নিজের ইচ্ছের কথা লিখে লাল রেশমি দড়ি দিয়ে বেঁধে মানি ব্যাগে রাখলে কখনও টাকার অভাব হবে না।
advertisement
5/5
মানি ব্যাগে কয়েক দানা চাল রাখতে পারলে অকারণে খরচ কম হবে। মা-বাবা বা কোনও গুরুজনের থেকে পুরস্কার হিসাবে পাওয়া কোনও টাকাও মানি ব্যাগে রেখে দিতে পারেন। গোমতি চক্র থাকা কয়েকটা কড়িও রাখতে পারেন পার্স-এ।