Kebab: মাত্র ৬০ টাকা! কাবাব খেতে চাইলে চলে আসুন এখানে! একদম সাধ্যের মধ্যে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
মনটা কাবাব খেতে চাইছে? আবার স্বাদ চাই অনেক রকম? পকেটের চাপ নিয়ে ভাবছেন? তাহলে চলে আসুন দুর্গাপুরের হস্টেল এভিনিউ।
advertisement
1/5

মনটা কাবাব খেতে চাইছে? আবার স্বাদ চাই অনেক রকম? পকেটের চাপ নিয়ে ভাবছেন? তাহলে চলে আসুন দুর্গাপুরের হোস্টেল এভিনিউ।
advertisement
2/5
দুর্গাপুর হোস্টেল এভিনিউতে রয়েছে গ্রিলস অন হুইলস। যেখানে একাধিক রকমের কাবাব নিয়ে প্রত্যেকদিন বিকাল বেলায় হাজির হন বাইকার কাবাবওয়ালা।
advertisement
3/5
এখানে আপনি পেয়ে যাবেন চিকেন টিক্কা, আফগানি টিক্কা, হারিয়ালি কাবাব, রেশমী কাবাব, টেংরি কাবাব ইত্যাদি। যেগুলি তৈরি করা হবে আপনার চোখের সামনে আর সার্ভ করা হবে গরম গরম।
advertisement
4/5
এছাড়াও একাধিক রকমের কাবাব আপনি এখানে পাবেন। এখানে কাবাবের দাম শুরু হয় ৬০ টাকা থেকে। সব ধরনের কাবাবই আপনি পকেটফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। স্বাদও দুর্দান্ত, মত ক্রেতাদের।
advertisement
5/5
বিক্রেতা উত্তম কালিন্দী বলছেন, প্রতিদিন বিকেলে হোস্টেলে এভিনিউতে তিনি তার বাইক শপ নিয়ে হাজির হয়ে যান। দোকান খোলা মাত্রই ভিড় জমতে শুরু করে ক্রেতাদের। সন্ধ্যেবেলায় জমজমাট হয়ে আসর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kebab: মাত্র ৬০ টাকা! কাবাব খেতে চাইলে চলে আসুন এখানে! একদম সাধ্যের মধ্যে