Kartik Puja 2023: সদ্য বিবাহিতদের বাড়িতে ফেলে যাওয়া হচ্ছে 'খোকা কার্তিক'! কারণ জানলে অবাক হবেন!
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Kartik Puja 2023: ২৭ নভেম্বর পড়ছে কার্তিক পুজো। পূর্ণিমা তিথিতে এই পুজো হয় বলে তিথিকে কার্তিক পূর্ণিমাও বলা হয়।
advertisement
1/6

কালী পুজোর শেষে এবার মানুষ কার্তিকমুখী। নতুন উৎসবে মাতবে বাংলা।
advertisement
2/6
কাটোয়া বা বাঁশবেড়িয়ার কার্তিক লড়াই বেশ প্রসিদ্ধ। তবে খোকা কার্তিক নিয়েও লড়াই কম হয় না।
advertisement
3/6
সদ্য বিবাহিতদের ঘরে খোকা কার্তিক ফেলার জন্য মুখিয়ে থাকে পাড়ার দাদারা। লুকিয়ে লুকিয়ে কার্তিক রেখে আসাও কম লড়াই নয়। কেন করা হয় এমন জানেন?
advertisement
4/6
মূর্তি বিক্রেতারা বলছেন খোকা কার্তিকের চাহিদা বেশ ভালই রয়েছে। বিভিন্ন জায়গা দল বেঁধে নিয়ে যাচ্ছেন অনেকে। বিক্রেতাদের কথায়, ৩০০ থেকে ৪০০ টাকা দামী কার্তিক কিনতে বেশি ভিড় হচ্ছে কম বয়সীদের। কারণ ঘরে ঘরে খোকা দিয়ে আসার দায়িত্ব নেন তারা।
advertisement
5/6
যদিও দায়িত্ববান দাদা, কাকারা ক্যামেরার সামনে মুখ দেখাতে নারাজ। ঘরের ছেলে ঘরে রেখে আসার আগে তারা পরিচয় জানাতে নারাজ। নাহলে পুজোর প্রসাদের তালিকা থেকে নাম কাটা পড়বে যে। তবে কারণটা কিন্তু খুব মজার
advertisement
6/6
গ্রাম বাংলার একটি বিশেষ রীতির মধ্যে পরে এটি। বলা হয়, নববিবাহিত বা যাদের সন্তান নেই তাঁদের বাড়িতে যদি কার্তিক পুজো করা হয় তাহলে নাকি কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান। তাই এই প্রথা অনুযায়ী নিঃসন্তান দম্পতি বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। তবে সবটাই কিন্তু প্রচলিত বিশ্বাস!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kartik Puja 2023: সদ্য বিবাহিতদের বাড়িতে ফেলে যাওয়া হচ্ছে 'খোকা কার্তিক'! কারণ জানলে অবাক হবেন!