TRENDING:

Kareena Kapoor Khan: করিনা কাপুর খানের মতো নিখুঁত 'স্মোকি আই' চাই? রইল প্রয়োজনীয় মেকআপ টিপস!

Last Updated:
Kareena Kapoor Khan: করিনার মতোই স্মোকি আই মেকআপ করা খুব একটা কঠিন নয়। রইল সেই সংক্রান্ত কয়েকটি জরুরি টিপস।
advertisement
1/6
করিনা কাপুর খানের মতো নিখুঁত 'স্মোকি আই' চাই? রইল প্রয়োজনীয় মেকআপ টিপস!
ফ্যাশন ও মেকআপ দুনিয়ায় কিছু কিছু বিষয় থাকে যা কখনওই পুরনো হয় না। যেমন স্মোকি আই। এর আবেদন চিরন্তন আর বেশিরভাগ পোশাক ও লুকের সঙ্গে মানিয়ে যায়। বলিউডে এই স্মোকি আইকে প্রায় স্টেটমেন্টের পর্যায়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পাশ্চাত্য থেকে ভারতীয়, সব রকমের পোশাকের সঙ্গেই তিনি স্মোকি আই মেকআপ করে থাকেন। করিনার মতোই স্মোকি আই মেকআপ করা খুব একটা কঠিন নয়। রইল সেই সংক্রান্ত কয়েকটি জরুরি টিপস।
advertisement
2/6
নিখুঁত না হলেও হবে নিখুঁত না হওয়াটাই হল স্মোকি আইয়ের নিখুঁত হওয়ার লক্ষণ। যদি মনে হয় যে সঠিক ভাবে আইলাইনার আঁকা সম্ভব হচ্ছে না তাহলে ভেঙে পড়ার কিছু নেই। কারণ এই আইলাইনার ঘেঁটেই স্মোকি আই মেকআপ হবে।
advertisement
3/6
বেশি শেড নিয়ে পরীক্ষা নয় স্মোকি আই মেকআপ হল একটু এথনিক ধাঁচের। তাই শুধু শুধু ছক ভাঙার চেষ্টা করে লাভ নেই। এতে হিতে বিপরীত হতে পারে। তাই একটাই রঙ বেছে নিয়ে এই মেকআপ করা উচিত। বড়জোর অন্য কোনও রঙের আইলাইনার দিয়ে এর উপরে কোট করা যেতে পারে।
advertisement
4/6
সঠিক আইলাইনার বেছে নিতে হবে সুন্দর স্মোকি আই মেকআপের জন্য সঠিক আইলাইনার বেছে নেওয়া বাঞ্ছনীয়। এমন আইলাইনার বেছে নিতে হবে যার ফিনিশ স্মুদ হয়। এর জন্য নরম জেল আইলাইনার বেছে নিতে হবে। কারণ এই জাতীয় আইলাইনার সহজে মিশিয়ে দেওয়া যায়। এছাড়া জেল আইলাইনারে প্রতিবারে একই রকম ঘনত্ব পাওয়া যায় যা পেনসিল আইলাইনারে সম্ভব নয়।
advertisement
5/6
রঙ নিয়ে পরীক্ষা এমনিতে স্মোকি আই মেকআপ করলে ধূসর ও কালো এই দুটো রঙই বেছে নেওয়া হয়।তবে মাঝেমধ্যে একটু বোহো লুক পেতে অন্যান্য রঙ ব্যবহার করলেও দোষের কিছু নেই। বেগুনি বা সবুজের মতো ছক ভাঙা উজ্জ্বল রঙও ব্যবহার করা যায়। তবে যে কোনও রঙ ব্যবহার করার আগে নিজের স্কিন টোনের সঙ্গে তা কতটা মানানসই একবার দেখে নিলে ভালো হয়।
advertisement
6/6
শিমার দিতে হবে যদি মনে হয় যে স্মোকি আই লুকের ফলে চোখ ছোট দেখাচ্ছে তাহলে একটু শিমার যোগ করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kareena Kapoor Khan: করিনা কাপুর খানের মতো নিখুঁত 'স্মোকি আই' চাই? রইল প্রয়োজনীয় মেকআপ টিপস!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল