Komlalebu or Orange in Blood Sugar: রসে ভরা মিষ্টি কমলালেবু কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি এটা খেলেই হু হু করে বাড়বে ডায়াবেটিস? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Komlalebu or Orange in Blood Sugar: স্বাদ ও উপকারিতায় ভরপুর এই ফল। কিন্তু এই ফল কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি কমলালেবু খেলে হু হু করে বাড়বে ডায়াবেটিস?
advertisement
1/8

শীত মানেই কমলালেবুর মরশুম। স্বাদ ও উপকারিতায় ভরপুর এই ফল। কিন্তু এই ফল কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি কমলালেবু খেলে হু হু করে বাড়বে ডায়াবেটিস? দ্বন্দ্ব দূর করলেন পু্ষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
2/8
স্বাদে সুমিষ্ট হলেও কমলালেবুর জিআই বা গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে শর্করার মাত্রা বেশি বৃদ্ধি করে না। তবে কোন খাবারের সঙ্গে কমলালেবু খাচ্ছি, দেখতে হবে সেটাও।
advertisement
3/8
কমলালেবুতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। ব্লাড সুগারের রোগীদের জন্য খুবই প্রয়োজনীয় ফাইবার। হজমে সাহায্য করে। এছাড়া রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না।
advertisement
4/8
রক্তে শর্করার মাত্রা কমে গেলে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়। ফলে কোষ ক্ষতিগ্রস্ত হয়। মধুমেহ রোগে জটিলতা দেখা দিতে পারে। কমলালেবুর ভিটামিন সি এই স্ট্রেস কমায়।
advertisement
5/8
কমলালেবুর মিনারেলস ও ফোলেটের গুণে ইনসুলিন রেজিস্টান্সের পরিস্থিতি ভাল হয়। পাশাপাশি কমলালেুর গুণে শরীরে বাড়ে পটাশিয়ামের যোগান।
advertisement
6/8
অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্ল্যাভোনয়েডের গুণে ইনফ্লেম্যাশন, অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনসুলিন রেজিস্টান্স উন্নত করে।
advertisement
7/8
অতিরিক্ত কমলালেবু খেলে গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে। তাই ব্লাড সুগারে পরিমিত কমলালেবু খান। খেতে পারেন কমলালেবুর রসও। তবে তাতে ফাইবারের মতো দরকারি উপাদান পাবেন না।
advertisement
8/8
রক্তে শর্করার মাত্রা দ্রুত নেমে গেলে বা হাইপোগ্লাইসেমিয়া দেখা দিলে রোগীকে কমলালেবুর রস খাওয়ানোর কথা বলেন বিশেষজ্ঞরা। রক্তে শর্করার মাত্রা বাড়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Komlalebu or Orange in Blood Sugar: রসে ভরা মিষ্টি কমলালেবু কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি এটা খেলেই হু হু করে বাড়বে ডায়াবেটিস? জানুন