Kalmegh Benefits: সর্দি-কাশির 'কাল' এই পাতা! সেবন করুন নিয়ম মেনে কাবু হবে ম্যালেরিয়া, টাইফয়েড
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kalmegh Benefits: আমাদের চারপাশে বহু উদ্ভিদ আছে যার প্রচুর গুণ আছে। কালো মেঘ সেরকমই একটি উদ্ভিদ। বনাঞ্চলে পাওয়া যায়। এটি জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়ার মতো রোগ নিরাময়ে কার্যকর বলে মনে করা হয়।
advertisement
1/5

আমাদের চারপাশে বহু উদ্ভিদ আছে যার প্রচুর গুণ আছে। কালো মেঘ সেরকমই একটি উদ্ভিদ। বনাঞ্চলে পাওয়া যায়। এটি জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়ার মতো রোগ নিরাময়ে কার্যকর বলে মনে করা হয়।
advertisement
2/5
আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভেষজ ব্যবহার করে গুরুতর রোগ নিরাময় করে আসছে। পালামুর বাসিন্দা নীলম দেবী জানান, সব ধরনের চিকিৎসার জন্য তিনি তাঁর জমিতে ভেষজ গাছ লাগিয়েছেন। এর গাছপালা বন থেকে আনা হয়।
advertisement
3/5
নীলাম দেবীর দাবি, কালো মেঘ নামক এই উদ্ভিদ ব্যবহার করে যে কোনও ধরনের জ্বর নিরাময় করা যায়। স্থানীয় ভাষায় একে অ্যাবসিন্থও বলা হয়। ম্যালেরিয়া, টাইফয়েড ও দীর্ঘস্থায়ী জ্বর থাকলে এটি ব্যবহার করতে হবে, যাতে তিন দিনের মধ্যে জ্বর নিরপেক্ষ হয়ে যায়।
advertisement
4/5
তিনি আরও জানান, এটি ব্যবহারের জন্য কালোমেঘ গাছের পাতা সকালে রোগীকে খালি পেটে দেওয়া হয়। বেঁটে দেওয়া যায়। তবে, কালোমেঘ কারা খেতে পারবে সেটা ডাক্তারের পরামার্শ করে খাওয়াই উচিত।
advertisement
5/5
টানা তিন দিন ব্যবহারে যেকোনও ধরনের জ্বর সেরে যায়। জানালেন যে এর পাতায় এমন অনেক গুণ রয়েছে যা অনেকদিনের জ্বরও নিরাময় করে। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalmegh Benefits: সর্দি-কাশির 'কাল' এই পাতা! সেবন করুন নিয়ম মেনে কাবু হবে ম্যালেরিয়া, টাইফয়েড