Lakshmipuja on Diwali 2023: কালীপুজোর সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করবেন? জানুন শুভ সময় ও পঞ্জিকা কী বলছে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lakshmipuja on Diwali 2023: প্রথমে অলক্ষ্মী বিদায় করে তার পর পূজিতা হন দেবী লক্ষ্মী৷ দীপান্বিতা লক্ষ্মীপুজো নামেই এই আরাধনা পরিচিত৷
advertisement
1/8

আসছে দীপাবলি৷ মহা সমারোহে পালিত হবে কালীপুজো৷ তবে এই তিথিতে পূজিত হন গণেশ এবং মহালক্ষ্মী৷ কোথাও কোথাও পুজো করা হয় মহাসরস্বতী এবং মহাকালীরও৷
advertisement
2/8
বহু বাঙালি পরিবারে কালীপুজোর দিন লক্ষ্মীপুজো করা হয়৷ প্রথমে অলক্ষ্মী বিদায় করে তার পর পূজিতা হন দেবী লক্ষ্মী৷ দীপান্বিতা লক্ষ্মীপুজো নামেই এই আরাধনা পরিচিত৷
advertisement
3/8
কালীপুজোর অমাবস্যা তিথিতে সন্ধ্যাবেলা অর্থাৎ বা প্রদোষকাল বা নিশীথকালে দেবী লক্ষ্মী পূজিত হন৷
advertisement
4/8
পঞ্জিকা মতে রবিবার অর্থাৎ ১২ নভেম্বর দুপুর ২.৪৫ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে৷
advertisement
5/8
অমাবস্যা তিথি থাকছে সোমবার দুপুর ২.৫৬ মিনিট পর্যন্ত৷
advertisement
6/8
কালীপুজোর দিন প্রদোষকাল থাকবে বিকেল ৫.২৮ থেকে সন্ধ্যা ৮.০৭ পর্যন্ত৷
advertisement
7/8
লক্ষ্মীপুজোর জন্য আদর্শ প্রদোষকাল হল বিকেল ৫.৩৯ থেকে সন্ধ্যা ৭.৩৩ পর্যন্ত৷
advertisement
8/8
যাঁরা নিশীথকালে লক্ষ্মীপুজো করবেন, তাঁদের জন্য আরাধনার সময় রাত ১১.৩৯ থেকে ১২.৩০ পর্যন্ত৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lakshmipuja on Diwali 2023: কালীপুজোর সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করবেন? জানুন শুভ সময় ও পঞ্জিকা কী বলছে