TRENDING:

Kalimpong Tourism: পাহাড়ের কোলে, সবুজের হাতছানিতে নিরিবিলি যাপন, ঘুরে আসুন পূর্ব হিমালয়ের 'পারেংতার'-এ

Last Updated:
পূর্ব হিমালয়ের সবুজ কোলে, কালিম্পং জেলার ইন্দো–ভুটান সীমান্তঘেঁষা এক অনিন্দ্যসুন্দর গ্রামের নাম 'পারেংতার'। কিরাতি রাই জনগোষ্ঠী অধ্যুষিত এই গ্রাম আজও আগলে রেখেছে তার নিজস্ব আদিবাসী সংস্কৃতি, প্রকৃতিনির্ভর জীবনধারা ও ভূমিপূজার ঐতিহ্য
advertisement
1/5
পাহাড়ের কোলে, সবুজের হাতছানিতে নিরিবিলি যাপন, ঘুরে আসুন পূর্ব হিমালয়ের 'পারেংতার'-এ
সামনেই সরস্বতী পুজো থেকে লম্বা ছুটি! শহর ছেড়ে নিরিবিলিতে হারিয়ে যেতে চান? রইল দুর্দান্ত অফবিট জায়গার খোঁজ। ঘুরে আসুন পূর্ব হিমালয়ের কোলে 'পারেংতার' থেকে । প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের গল্প বোনে এই গন্তব্য।
advertisement
2/5
পূর্ব হিমালয়ের সবুজ কোলে, কালিম্পং জেলার ইন্দো–ভুটান সীমান্তঘেঁষা এক অনিন্দ্যসুন্দর গ্রামের নাম 'পারেংতার'। কিরাতি রাই জনগোষ্ঠী অধ্যুষিত এই গ্রাম আজও আগলে রেখেছে তার নিজস্ব আদিবাসী সংস্কৃতি, প্রকৃতিনির্ভর জীবনধারা ও ভূমিপূজার ঐতিহ্য। লোকাচার, লোককথা ও মৌখিক ইতিহাসে আজও বেঁচে আছে শিকড়ের টান।
advertisement
3/5
কথিত আছে, ষোড়শ–সপ্তদশ শতকে ভুটান সংলগ্ন অঞ্চল থেকে এসে পারেংতারে বসতি গড়েছিলেন এখানকার আদি বাসিন্দারা। সময় বদলেছে, কিন্তু গ্রামের মানুষ আজও পরিশ্রমী, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী। কৃষিকাজই এখানকার প্রধান জীবিকা, বিশেষত ধান চাষে 'পারেংতার'-এর দক্ষতা আশপাশের এলাকাতেও নজর কাড়ে।
advertisement
4/5
পারমা’ প্রথায় একে অপরের কাজে হাত লাগিয়ে গড়ে উঠেছে শক্ত সামাজিক বন্ধন। ধান রোপণের মরশুমে পালিত হয় আষাঢ় পন্ধ্রা উৎসব। বৃষ্টিভেজা মাঠে কাদামাটির খেলায় মেতে ওঠা মানুষ আর প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক—এই উৎসব যেন জীবনের উৎসব। আবার নতুন ফসল ঘরে ওঠার আনন্দে নভেম্বর–ডিসেম্বরে পালিত হয় খোলেইদাই উৎসব, যেখানে ‘দাই’ নাচ ও ‘খোলেয়’ পায়েস গ্রামীণ জীবনের আনন্দকে রঙিন করে তোলে
advertisement
5/5
এই গ্রামেই রয়েছে রাঙকা-সু-কিম হোমস্টে। রোশন রাই ও তাঁর পরিবারের আন্তরিকতায় অতিথিরা পান ঘরের মতো অনুভূতি। গৃহকর্ত্রী বিনীতা রাইয়ের ফুলে-ফলে সাজানো নার্সারি পর্যটকদের বিশেষ আকর্ষণ। নিকটতম রেলস্টেশন নিউ জলপাইগুড়ি ও বিমানবন্দর বাগডোগরা। প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের সহজ জীবনের ছোঁয়া পেতে চাইলে পারেংতার নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalimpong Tourism: পাহাড়ের কোলে, সবুজের হাতছানিতে নিরিবিলি যাপন, ঘুরে আসুন পূর্ব হিমালয়ের 'পারেংতার'-এ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল