TRENDING:

Kalimpong Offbeat Tourist Spot: পাহাড়ি 'এই' হ্যামলেট কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে, একপাশে বয়ে যায় তিস্তা, পুজোর ছুটিতে বেড়ানোর নতুন ঠিকানা বার্মেক

Last Updated:
Kalimpong Offbeat Tourist Spot: পুজোর ছুটির দিন মানেই ভ্রমণের পরিকল্পনা। ভিড়ভাট্টা পাহাড়ি শহরের বাইরে, যদি নিরিবিলি প্রকৃতির কোলে সময় কাটাতে চান, তবে দার্জিলিং জেলার সীমান্তবর্তী ছোট্ট গ্রাম বার্মেক হতে পারে আপনার গন্তব্য।
advertisement
1/7
পাহাড়ি 'এই' হ্যামলেট কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে, একপাশে বয়ে যায় তিস্তা, পুজোর ছুটিতে ঘুরে আসুন
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পুজোর ছুটির দিন মানেই ভ্রমণের পরিকল্পনা। ভিড়ভাট্টা পাহাড়ি শহরের বাইরে, যদি নিরিবিলি প্রকৃতির কোলে সময় কাটাতে চান, তবে দার্জিলিং জেলার সীমান্তবর্তী ছোট্ট গ্রাম বার্মেক হতে পারে আপনার গন্তব্য।
advertisement
2/7
*ঝাঁক ঝাঁক মেঘে ঢাকা পাহাড়, আবার হঠাৎই রোদের খেলা, এই রূপকথার মতো দৃশ্য যেন প্রতিদিনের বাস্তব ছবি হয়ে ওঠে এখানে। সবুজ চা-বাগান, পাহাড়ি ঢালে বুনো ফুল, নানা প্রজাতির পাখির ডাক আর ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রকৃতির রঙের খেলা বার্মেককে দিয়েছে অন্য মাত্রা।
advertisement
3/7
*শান্ত পরিবেশই এই গ্রামের মূল আকর্ষণ। পর্যটকদের জন্য গড়ে উঠেছে কয়েকটি হোমস্টে। প্রতিদিন খরচ ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। খাবার সাধারণ হলেও পাহাড়ি রান্নার স্বাদ ভ্রমণপিপাসুদের মনে আলাদা ছাপ ফেলে। ভোরবেলা হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে গরম চায়ের চুমুক দিতে দিতে মেঘে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে থাকা যেন এক অনন্য অভিজ্ঞতা।
advertisement
4/7
*বার্মেক আসলে শহুরে যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে মুক্তির জায়গা। বিদ্যুতের ঝলকানি বা ইন্টারনেটের দৌল নেই বললেই চলে। ফলে এখানে পৌঁছে সময় যেন ধীরে বয়ে চলে, মানুষকে ফিরিয়ে নিয়ে যায় প্রকৃতির সঙ্গে মেলবন্ধনে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য।
advertisement
5/7
*সড়কপথেই পৌঁছনো যায় বার্মেক। শিলিগুড়ি বা দার্জিলিং থেকে ভাড়া গাড়িতে যাওয়া যায় সহজেই। যদিও পথ বেশ আঁকাবাঁকা, তবে গন্তব্যে পৌঁছে পাহাড়-নদীর মিলিত ছবি আর ভেসে যাওয়া মেঘের দৃশ্য সব কষ্ট মুছে দেয়।
advertisement
6/7
*আজকাল অনেক পর্যটকই ভিড় এড়িয়ে শান্তি খুঁজতে বড় শহরের বাইরে এই ধরনের ছোট গ্রাম বেছে নিচ্ছেন। ফলে ধীরে ধীরে পর্যটনের মানচিত্রে জায়গা করে নিচ্ছে বার্মেকও।
advertisement
7/7
*যদি আপনি পুজোর ছুটিতে প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে চান, তবে বার্মেক গ্রামই হতে পারে আপনার পরবর্তী ভ্রমণগন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalimpong Offbeat Tourist Spot: পাহাড়ি 'এই' হ্যামলেট কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে, একপাশে বয়ে যায় তিস্তা, পুজোর ছুটিতে বেড়ানোর নতুন ঠিকানা বার্মেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল