এত উপকারিতা ও গুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ কেন, জানুন আসল কারণ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of jujube: কুলের উপকারিতার শেষ নেই৷ বাংলার একান্ত নিজস্ব এই ফলের ওষধি গুণ প্রচুর
advertisement
1/8

কুলের উপকারিতার শেষ নেই৷ বাংলার একান্ত নিজস্ব এই ফলের ওষধি গুণ প্রচুর৷ রক্তপাত, ক্ষত নিরাময় এবং বিভিন্ন প্রদাদজনিত অসুখে কুলের গুণাগুণ কার্যকরী৷
advertisement
2/8
১০-১৫ গ্রাম শুকনো কুল ৩ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ পরিমাণ করতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে ওই পানীয় পান করলে বদহজমে উপকার পাওয়া যায়৷
advertisement
3/8
কুলের ভিটামিন সি রক্তে হিমোগ্লিবেনর পরিমাণ বৃদ্ধি করে৷
advertisement
4/8
পাকা মিষ্টি কুল হৃদরোগের আশঙ্কাও কম করে৷
advertisement
5/8
মাড়ি থেকে রক্ত পড়া, মুখের ঘা-সহ যে কোনও সমস্যায় কুল উপকারী৷ দাঁত ও হাড়ের স্বাস্থ্য বজায় রাখে কুল৷
advertisement
6/8
কোষ্ঠকাঠিন্য দূর হয় কুলের ওষধি গুণে৷
advertisement
7/8
তবে এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷ আয়ুর্বেদিক মতে বলা হয়, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। কাঁচা বা কশযুক্ত কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে।
advertisement
8/8
তাই স্বাস্থ্যগত দিক থেকে সরস্বতী পুজোর আগ কুল খেতে নিষেধ করা হয়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এত উপকারিতা ও গুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ কেন, জানুন আসল কারণ