Vitamin to control Arthritis: বাতের ব্যথা হয় কোন ভিটামিনের অভাবে? শীতে গাঁটের যন্ত্রণা থেকে রেহাই পেতে কী খাবেন? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vitamin to control Arthritis:জেনে নিন কোন খাবার বা ভিটামিন খেতে হবে শীতে বাতের বেদনা এড়াতে৷
advertisement
1/6

বাতের ব্যথার ভোগান্তি চলতে থাকে বছরভরই। তবে শীতে এই সমস্যা বেড়ে যায় অনেক গুণ। গাঁটের ব্যথার পাশাপাশি ঠান্ডার প্রকোপে বেড়ে যায় রিউম্যাটিক আর্থ্রাইটিসও।
advertisement
2/6
এর পিছনে একাধিক কারণের মধ্যে আছে ভিটামিনের ঘাটতিও। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল। জেনে নিন কোন খাবার বা ভিটামিন খেতে হবে শীতে বাতের বেদনা এড়াতে৷
advertisement
3/6
গবেষণায় বলছে ভিটামিন ডি-এর ঘাটতি ব্যথার জন্য দায়ী৷ এই ভিটামিন পর্যাপ্ত পরিমাণে না খেলে অস্থিসন্ধি ফুলে যায়৷
advertisement
4/6
ইনফ্লেম্যাশনের জেরে অস্থিসন্ধিতে যন্ত্রণা দেখা দেয়৷ গাঁটের ব্যথা বা জয়েন্ট পেইনে ভুগতে হয়৷
advertisement
5/6
রোদ পোহালে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়৷ পাশাপাশি লো ফ্যাট মিল্ক, টকদই, চিজ, ব্রকোলি, পালংশাকের মতো শাকসবজি, সার্ডিন স্যামনের মতো সামুদ্রিক মাছ, কমলালেবু, বাদামে আছে ভিটামিন ডি৷
advertisement
6/6
শীতের সকালে যথেষ্ট পরিমাণে রোদ পোহানোর চেষ্টা করুন৷ ডায়েটে ভিটামিন ডি যেন থাকে, সেদিকে খেয়াল রাখুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin to control Arthritis: বাতের ব্যথা হয় কোন ভিটামিনের অভাবে? শীতে গাঁটের যন্ত্রণা থেকে রেহাই পেতে কী খাবেন? জানুন