TRENDING:

Job Interview Tips: চাকরির ইন্টারভিউতে বারে বারে অসফল হচ্ছেন? এই সহজ টিপস জানলেই হবেন সফল

Last Updated:
Job Interview Tips: চাকরির ইন্টারভিউ দিতে গেলে মাথায় রাখতে হবে সহজ কয়েকটা বিষয়! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/6
চাকরির ইন্টারভিউতে বারে বারে অসফল হচ্ছেন? এই সহজ টিপস জানলেই হবেন সফল
একটা প্রবাদ আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু সেই গাড়ি চড়তে গেলেও যে আপনাকে পরীক্ষা দিতে হবে! কী অবাক হচ্ছেন ভাবছেন তো যে, আবার কোন পরীক্ষার কথা বলছি, বলছি চাকরির পরীক্ষার কথা মানে মৌখিক পরীক্ষা অথবা ইন্টারভিউ। লেখাপড়া শেষ করে চাকরি জীবনে প্রবেশের মুখের দরজাটির নাম হচ্ছে ইন্টারভিউ। ঘাবড়ে যাবেন না কিছু ব্যাপার মাথায় রাখলেই এই ইন্টারভিউ শব্দটাই আপনার জীবনের প্রিয় একটি শব্দ হতে পারে।
advertisement
2/6
ইন্টারভিউ এর জন্য নির্ধারিত সময়ের চেয়ে কমপক্ষে ৩০ মিনিট আগে সেখানে পৌছানো উচিৎ। ইন্টারভিউ বোর্ডে দেরি করে যাওয়া আপনার উপর একটা খারাপ ধারণা পোষণ করে। আর আমাদের দেশের রাস্তাঘাটের যানজটের কথা মাথায় রেখে, হাতে অন্তত ৩০ মিনিট বেশি সময় নিয়েই তবে বাড়ি থেকে ইন্টারভিউ এর জন্য বের হবেন।
advertisement
3/6
যেদিন আপনি ইন্টারভিউ এর জন্য উপস্থিত হবেন, তার আগের দিন সেই কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে গুগল। কোম্পানির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন যাবতীয় তথ্য। তাই বলে সবকিছু মুখস্ত করে ফেলতে হবে তা কিন্তু নয়। অন্তত কোম্পানির সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু নিয়ে রাখতে পারেন।
advertisement
4/6
সুন্দর করে গুছিয়ে কথা বলাটা সুরুচির পরিচয় বহন করে। যতটুকুই বলবেন অবশ্যই সাবলীলভাবে, গুছিয়ে এবং মার্জিত করে বলার চেষ্টা করবেন। আর হ্যাঁ, উত্তর দেয়ার সময় অবশ্যই আই কন্টাক্ট করুন। সবশেষে, আপনার মনে কোন প্রশ্ন থেকে থাকলে বা কিছু জানার থাকলে জিজ্ঞাসা করুন।
advertisement
5/6
এবার আসি পোশাকের ব্যাপারে। অনেকেই আছেন খুব সাধারণ পোশাক আর স্যান্ডেল পরেই চলে যান ইন্টারভিউ দিতে। এই কাজটি করবেন না, খুব অসাধারণ কোনও পোশাক পরতে হবে তা নয়, তবে পোশাক অবশ্যই মার্জিত এবং রুচিশীল হতে হবে আর সঙ্গে আপনার পায়ের জুতোটিও। এলোমেলো চুলে কখনওই ইন্টারভিউ দিতে যাওয়া উচিৎ নয়। মনে রাখবেন, একজন পরিপাটি মানুষকে দেখতে সবাই পছন্দ করে।
advertisement
6/6
সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ বোর্ডকে ফেস করতে হবে। ভয় পাবেন না, মনে রাখবেন আপনি আপনার যোগ্যতাতেই পড়াশোনা শেষ করে আজকে চাকরির জন্য চেষ্টা করছেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন বিশিষ্ট শিক্ষক চিত্তরঞ্জন নস্কর! তিনি বলেন, ইন্টারভিউ খারাপ হলে কষ্ট পাবেন না। চেষ্টা করতে থাকুন সাফল্য আপনার আসবেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Job Interview Tips: চাকরির ইন্টারভিউতে বারে বারে অসফল হচ্ছেন? এই সহজ টিপস জানলেই হবেন সফল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল