TRENDING:

Jhargram: জঙ্গলের বুক চিড়ে রাজপথ! শাল-পিয়ালের ঘন জঙ্গলে সূর্যাস্তের মায়াবী দৃশ্য, ঝাড়গ্রামের এই জায়গায় না গেলে বড় মিস

Last Updated:
Jhargram Offbeat Tourist Destination: গভীর শাল জঙ্গলের মধ্যে শীতের মায়াবী সূর্যাস্ত দেখার ইচ্ছা থাকলে পর্যটকদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে ঝাড়গ্রাম শহরের খুব কাছের একটি জঙ্গল।
advertisement
1/5
শাল-পিয়ালের জঙ্গলে সূর্যাস্তের মায়াবী দৃশ্য, ঝাড়গ্রামের এই জায়গায় না গেলে মিস
*পড়ন্ত শীতের বিকেলে পশ্চিমে সূর্যর দিকে তাকালে নিমেষের মধ্যেই এক মায়াজালে আবদ্ধ হয়ে যাবে পর্যটকরা। দীর্ঘক্ষণ চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে সকলকেই। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে সূর্যাস্ত। সবুজ শাল জঙ্গলের মধ্যে সূর্যাস্তের আনন্দ উপভোগ করার ইচ্ছা থাকলে পর্যটকদের অবশ্যই চলে আসতে হবে ঝাড়গ্রাম শহরের খুব কাছের এই ডেস্টিনেশনে।
advertisement
2/5
*ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে জয়গেড়িয়ার জঙ্গলে গেলেই চোখে পড়বে এই মায়াবী এক অদ্ভুত দৃশ্য। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার সাবিত্রী মন্দির মোড় থেকে পূর্ব দিকের রাস্তা ধরে চলে যেতে হবে বাঁশতলার দিকে। সাবিত্রী মন্দিরের মোড় থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার গেলেই চোখে পড়বে ঘন সবুজ শাল গাছের জঙ্গল। ছোট্ট জঙ্গলটি পেরিয়েই পশ্চিম দিকে তাকালেই চোখে পড়বে সূর্যাস্তের মায়াবী ছবি।
advertisement
3/5
*ঝাড়গ্রাম শহরের যে সমস্ত বাসিন্দা এই সূর্যাস্তের সম্পর্কে জানে অনেকেই মাঝে মধ্যে সূর্যাস্তের সময় জয়গেড়িয়ার জঙ্গলে গিয়ে সময় কাটায়। বিকেল বেলায় মাঝে-মধ্যে ভিড় জমে বহু মানুষের।
advertisement
4/5
*শীতের পড়ন্ত বিকেলে জয়গেড়িয়ার জঙ্গলে সূর্যাস্তের দৃশ্য দেখার পাশাপাশি গাঢ় সবুজ শাল জঙ্গলের মধ্যে পর্যটকরা সময় কাটাতে পারবে। উপভোগ করতে পারবে শীতের বিকেলে শাল জঙ্গলের মধ্যে সময় কাটানোর এক অন্য অনুভূতি।
advertisement
5/5
*শীতের সময় পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখার পাশাপাশি যেমন সবুজ গাঢ় শাল জঙ্গলে সময় কাটানো যাবে। ঠিক তেমনই পশ্চিম দিকে মুখ করে তাকিয়ে থাকলে ডান হাতে পড়বে ছোট্ট একটি ডুংরি। যেখানে রয়েছে বড় বড় কালো পাথর। তার উপরে বসে দিব্যি সময় কাটাতে পারবে পর্যটকরা। ঝাড়গ্রাম বেড়াতে এসে পর্যটকরা সবুজ শাল জঙ্গলের মধ্যে সূর্যাস্তের মায়াবী দৃশ্য উপভোগ করতে চাইলে সেরা ডেস্টিনেশন হতে পারে জয়গেড়িয়ার জঙ্গল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram: জঙ্গলের বুক চিড়ে রাজপথ! শাল-পিয়ালের ঘন জঙ্গলে সূর্যাস্তের মায়াবী দৃশ্য, ঝাড়গ্রামের এই জায়গায় না গেলে বড় মিস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল