TRENDING:

Jeans Care Tips: জিন্সের প্যান্ট কতদিন পর পর কাচা উচিত জানেন? কাচার সময় 'এই' কাজটি অবশ্যই করুন

Last Updated:
Jeans Care Tips: জিন্সের প্যান্টের বেশিরভাগ রং ডেনিম অর্থাৎ নীল রঙের হয়। একাধিকবার কাচলে পরে অনেক সময় দেখা যায় প্যান্টের রং ফ্যাকাসে হয়েই গিয়েছে।
advertisement
1/6
জিন্সের প্যান্ট কতদিন পর পর কাচা উচিত জানেন? কাচার সময় 'এই' কাজটি অবশ্যই করুন
নিজের শখের জিন্সের প্যান্টের রং ফেড হওয়ার থেকে কি করে বাঁচাবেন রইলো তার বেশ কিছু টিপস। এই সমস্ত টিপস মানলেই আপনার জিন্সের প্যান্ট থাকবে নতুনের মতো! (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
জিন্সের প্যান্টের বেশিরভাগ রং ডেনিম অর্থাৎ নীল রঙের হয়। একাধিকবার কাচলে পরে অনেক সময় দেখা যায় প্যান্টের রং ফ্যাকাসে হয়েই গিয়েছে।
advertisement
3/6
জিন্সের প্যান্ট কখনওই বেশিক্ষণ ডিটারজেন্টের গোলা জলে চুবিয়ে রাখবেন না। এবং শক্ত ব্রাশ দিয়ে কখনোই ঘষবেন না আপনার শখের প্যান্ট। ২০১৭ সালে কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, সপ্তাহে কেন মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয়। এতে ডেনিমের প্যান্টের আয়ু কমতে থাকে।
advertisement
4/6
জিন্সের প্যান্ট কাচার পরে বাজার চলতি সফটনার ব্যবহার করতে পারেন যাতে ডিটারজেন্টের ক্ষারের থেকে রক্ষা পাবে আপনার দামি শখের প্যান্ট। প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত বলে মত গবেষকদের।
advertisement
5/6
কাচার পর কখনওই কড়া রোদে আপনার প্যান্ট শুকোতে দেবেন না, রোদছায়া মেশানো জায়গায় বরং শুকোতে দেওয়া ভাল।
advertisement
6/6
অনেক সময় দেখা যায় রোদে শুকোতে দেওয়ার সময় সরাসরি প্যান্ট টিকে দড়িতে আমরা মেলে দিই। এক্ষেত্রে আপনার জিন্সের প্যান্ট উল্টো করে নিয়ে প্যান্টের ভিতরের দিকটা রোদে দিতে হবে, তবেই রং সহজে ফ্যাকাসে হয়ে যাবে না। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jeans Care Tips: জিন্সের প্যান্ট কতদিন পর পর কাচা উচিত জানেন? কাচার সময় 'এই' কাজটি অবশ্যই করুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল