Janmashtami 2024 Shri Krishna's Favourite Zodiac Signs: সামনেই জন্মাষ্টমী! জানুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে সৌভাগ্য উপচে পড়বে তাঁর কোন প্রিয় ৪ রাশির
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Janmashtami 2024 Shrikrishna's Favourite Zodiac Signs: এ বছর জন্মাষ্টমী পড়েছে ২৬ অগাস্ট। এই শুভ তিথি আসার আগে জেনে নিন শ্রীকৃষ্ণের প্রিয় রাশিগুলি কী কী।
advertisement
1/6

আসছে জন্মাষ্টমী। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।
advertisement
2/6
এ বছর জন্মাষ্টমী পড়েছে ২৬ অগাস্ট। এই শুভ তিথি আসার আগে জেনে নিন শ্রীকৃষ্ণের প্রিয় রাশিগুলি কী কী। বলছেন জ্যোতিষজ্ঞ রাজকুমার শাস্ত্রী।
advertisement
3/6
বৃষরাশি খুবই প্রিয় শ্রীকৃষ্ণের। কৃষ্ণের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা সফল হন সব কাজে। জীবনে খ্যাতি পান। অন্যদের আস্থা অর্জন করেন। বুদ্ধিমত্তা ও স্পষ্ট উচ্চারণে বাকচাতুর্যের জন্য বিখ্যাত এই রাশির জাতকরা ঈশ্বরবিশ্বাসী হন।
advertisement
4/6
কর্কটরাশির জাতক জাতিকারা সুরক্ষক হিসেবে প্রখ্যাত। তাঁরা অন্যদের প্রতি যত্নশীল। ঈশ্বরের প্রতি তাঁদের অটল ভক্তি। বন্ধুবান্ধবদের প্রতি তাঁরা খুবই আবেগপ্রবণ।
advertisement
5/6
সিংহরাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন্য। সব কাজই তাঁরা ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করেন। তাঁদের কঠোর পরিশ্রম সব সময় পুরস্কৃত হয়। তাঁদের নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসনীয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাঁদের ব্যক্তিত্ব অনুপ্রাণিত করে বাকিদের।
advertisement
6/6
তুলারাশির জাতক জাতিকারাও শ্রীকৃষ্ণের খুব প্রিয়। সমাজে তাঁরা সম্মাননীয়। জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন তাঁরা। শ্রীকৃষ্ণের আরাধনায় তাঁরা শান্তি লাভ করেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Janmashtami 2024 Shri Krishna's Favourite Zodiac Signs: সামনেই জন্মাষ্টমী! জানুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে সৌভাগ্য উপচে পড়বে তাঁর কোন প্রিয় ৪ রাশির