TRENDING:

Janmashtami 2023: রাত পোহালেই জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে করুন এই কাজগুলি

Last Updated:
Janmashtami 2023: ই তিথি তথা পার্বণে পালনীয় কিছু রীতি নীতি আছে৷ মনে করা হয়, এই নিয়ম পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন৷
advertisement
1/8
আগামিকাল জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে করুন এই কাজগুলি
আগামিকাল, বুধবার জন্মাষ্টমী৷ দেশ জুড়ে ভক্তরা পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি৷ এই তিথি তথা পার্বণে পালনীয় কিছু রীতি নীতি আছে৷ মনে করা হয়, এই নিয়ম পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন৷
advertisement
2/8
জন্মাষ্টমী পালনের জন্য অনেকে মন্দিরে যান৷ অনেক ভক্ত আবার বাড়িতেই আয়োজন করেন পুজো ও উৎসবের৷ দুধ, ঘি, জল উৎসর্গ করে কৃষ্ণ অভিষেকের পর্ব পালন করা হয়৷
advertisement
3/8
জন্মাষ্টমী তিথিতে উপবাস ব্রত পালন করেন ভক্তরা৷ প্রচলিত বিশ্বাস, এই উপবাসে কোনও দানাশস্য গ্রহণ করা বিধেয় নয়৷ তামসিক আহার বর্জন করে সাত্তিক খাবার তথা ফলাহার গ্রহণ করা যায়৷
advertisement
4/8
অনেক মন্দিরে বা ভক্তদের বাড়িতে দোলনা ঝোলানো হয় গাছে৷ সেই দোলনায় দোদুল্যমান থাকেন স্বয়ং শ্রীকৃষ্ণের বালগোপাল বা নাড়ুগোপাল বিগ্রহ৷
advertisement
5/8
রোহিণী নক্ষত্র সমাপনে এবং অষ্টমী তিথি শেষ হলে উপবাস ভঙ্গ করা হয়৷ চরণামৃত এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয়৷ পুজোর আয়োজনে গুরুত্বপূর্ণ হল পায়েস বা ক্ষীর৷ বাংলার ঘরে ঘরে জন্মাষ্টমী উপলক্ষে তৈরি হয় তালের বড়া৷
advertisement
6/8
পুজো উপলক্ষে পাঠ করা হয় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম৷ এছাড়াও শোনা হয় ভক্তিগীতি ও নামগান৷
advertisement
7/8
মহারাষ্ট্রে জন্মাষ্টমীর পর দিন পালিত হয় দহি হান্ডি রীতি৷ মানব পিরামিড তৈরি করে তার একদম উপরে উঠে ভাঙা হয় দই, মিছরি মাখনে পরিপূর্ণ হাঁড়ি৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Janmashtami 2023: রাত পোহালেই জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে করুন এই কাজগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল