TRENDING:

Belpahari: ঝিরঝিরে বৃষ্টিতে জঙ্গলের রোমাঞ্চ, হঠাৎ-বাঘ-দেখতে-পাওয়া! সুযোগে ঢুঁ মারুন বেলপাহাড়িতে

Last Updated:
Belpahari: বর্ষায় সবুজের ছোঁয়ায় জেগে ওঠে প্রকৃতি, দৃষ্টিনন্দন প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে পর্যটকদের আনাগোনা বাড়ছে বেলপাহাড়ীতে। এই অঞ্চলেই রয়েছে এক নিঃশব্দ রত্ন— চিতি পাহাড়, যা এখনো অনেকের কাছেই অপরিচিত।
advertisement
1/6
ঝিরঝিরে বৃষ্টিতে  জঙ্গলের রোমাঞ্চ, হঠাৎ-বাঘ-দেখতে-পাওয়া! সুযোগে ঢুঁ মারুন বেলপাহাড়িতে
বর্ষা মানেই প্রকৃতিতে প্রাণ ফেরার উৎসব। প্রকৃতির কোলে নিরিবিলি এবং বৈচিত্র্যময় অভিযান পছন্দ করেন আর এমন বর্ষায় যদি প্রকৃতির রঙ, পাহাড়ের আবরণ আর নদীর শব্দ উপভোগ করতে চান, তবে আপনাকে আসতেই হবে জঙ্গলমহলের হৃদয় বেলপাহাড়িতে।
advertisement
2/6
বেলপাহাড়ির নাম উঠলেই ঘাগর, লালজল, কাঁকড়াঝোড়, গাডরাসিনি, কিংবা আমঝর্নার মতো জনপ্রিয় জায়গার কথাই প্রথম মনে পড়ে। কিন্তু এই অঞ্চলেই রয়েছে এক নিঃশব্দ রত্ন— চিতি পাহাড়, যা এখনো অনেকের কাছেই অপরিচিত।
advertisement
3/6
বর্ষায় যদি প্রকৃতির রঙ, পাহাড়ের আবরণ আর নদীর শব্দ উপভোগ করতে আপনাকে আসতেই হবে জঙ্গলমহলের হৃদয়, বেলপাহাড়িতে।
advertisement
4/6
দুশো মিটার উচ্চতা বিশিষ্ট এই পাহাড়ে উঠতে গেলে কিছুটা শারীরিক কসরত অবশ্যই রয়েছে। এবড়ো-খেবড়ো পাথুরে সর্পিল পথ, মাঝেমধ্যে বৃষ্টির ছোঁয়া আর রোদ্দুরের কিরণ—সব মিলে এক দুর্দান্ত অভিজ্ঞতা। চূড়ায় পৌঁছালে একদিকে ঠাকুরণ পাহাড়, অন্যদিকে ডুলুং ডিহা, জঙ্গল চৌকিশোল, কানাইসর, বীরডুংরি, খুদিমহুলি, শেরেং ডুংরির মতো বিস্ময় জাগানো পর্বতশ্রেণি ঘিরে ধরে। এই পাহাড়ে আগে নাকি চিতি সাপের দেখা মিলত, সোনা যায় সেখান থেকেই সম্ভবত ‘চিতি পাহাড়’ নামের উৎপত্তি।
advertisement
5/6
বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে কাঁকড়াঝোড়ের পথে প্রায় পাঁচ কিলোমিটার এগিয়ে গিয়ে নোটাচুয়া অঞ্চলে শিমূলপাল গ্রাম পঞ্চায়েত অফিসের বাঁদিকের রাস্তা ধরলে মাত্র চারশো মিটার পরই বালিচুয়া হাইস্কুল। সেখান থেকে তিনশো মিটার ট্রেক করলেই পৌঁছে যাবেন চিতি পাহাড়ে—পথ দেখাবে পবন শবরের বাড়ির পাশের সরু ট্রেইল।
advertisement
6/6
চিতি পাহাড় ২০০ মিটার খাড়া। পর্বতারোহণে যাঁরা প্রাথমিক স্তরে রয়েছেন, তাঁদের জন্যও আদর্শ এই পাহাড়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Belpahari: ঝিরঝিরে বৃষ্টিতে জঙ্গলের রোমাঞ্চ, হঠাৎ-বাঘ-দেখতে-পাওয়া! সুযোগে ঢুঁ মারুন বেলপাহাড়িতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল