TRENDING:

Pahalgam Terrorist Attack:‘পহেলগাঁও’ শব্দের মানে কী? পীরপাঞ্জালের কোলে কাশ্মীরের এই পাহাড়ি গ্রামের এরকম নাম হল কেন? জেনে নিন

Last Updated:
Pahalgam Terrorist Attack:পাহাড়ি শহরের নাম ‘পহেলগাঁও’ কেন? কোথা থেকে এল এই নাম? এর অর্থই বা কী? চলুন, জেনে নিই৷
advertisement
1/5
‘পহেলগাঁও’ শব্দের মানে কী? পীরপাঞ্জালের কোলে কাশ্মীরের এই পাহাড়ি গ্রামের এরকম নাম হল কেন?
পর্যটকদের রক্তে ভূস্বর্গ এখন ক্ষত বিক্ষত, রক্তাক্ত৷ নিসর্গের ঠিকানা কাশ্মীর ফের আতঙ্ক ও সন্ত্রাসের সমার্থক৷ অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাতাসে বুলেটের গন্ধ, কান্নার রোল এবং হাহাকার৷
advertisement
2/5
অনন্তনাগ জেলার পহেলগাঁও বরাবরই কাশ্মীর সফরের প্রিয় তালিকার শীর্ষে৷ এখন নিত্যনতুন টুরিস্ট স্পটও সংযোজিত হয়েছে পহেলগাঁও এলাকায়৷ সেগুলির মধ্যে অন্যতম বেতাব ভ্যালি এবং বৈসারন উপত্যকা৷
advertisement
3/5
কিন্তু পাহাড়ি শহরের নাম ‘পহেলগাঁও’ কেন? কোথা থেকে এল এই নাম? এর অর্থই বা কী? চলুন, জেনে নিই৷
advertisement
4/5
কাশ্মীরি ভাষায় ‘পুহেয়িল’ শব্দের অর্থ পশুপালক এবং গাঁও মানে তো গ্রাম৷ অর্থাৎ পশুপালকদের গ্রাম৷ এই জনপদের অধিকাংশ বাসিন্দার পেশা ছিল পশুপালন বা গোচারণ৷ তাই পীরপাঞ্জালের কোলে ছড়িয়ে থাকা এই গ্রামের নাম পহেলগাঁও৷
advertisement
5/5
লিডার নদীর পাশে পহেলগাঁও ছবির মতোই সুন্দর৷ কিন্তু সেই রূপকথার স্বপ্নিল দুনিয়া আজ তছনছ বারুদ আর রক্তের গন্ধে৷ বাতাস ভারী কান্নার রোলে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pahalgam Terrorist Attack:‘পহেলগাঁও’ শব্দের মানে কী? পীরপাঞ্জালের কোলে কাশ্মীরের এই পাহাড়ি গ্রামের এরকম নাম হল কেন? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল