TRENDING:

Jamai Sasthi 2024: বাঙালি-মোগলাই খানা মিলে মিশে একাকার,আমিনিয়ার বিশেষ জামাইষষ্ঠী থালি, কী থাকছে ছবিতে দেখুন

Last Updated:
এবার জামাই ষষ্ঠীর জন্য সাজিয়ে তুলেছে স্পেশ্যাল আইটেম৷ দেখে নিন কী কী রয়েছে জামাইদের জন্য?
advertisement
1/5
বাঙালি-মোগলাই খানা মিলে মিশে একাকার, আমিনিয়ার বিশেষ জামাইষষ্ঠী থালি, কী থাকছে?
বিরিয়ানি মানেই আমিনিয়া৷ যে কোনও বিশেষ অনুষ্ঠানেই উপচে পড়া ভিড় থাকে কলকাতার অন্যতম সেরা এই রেস্তোরাঁয়৷ প্রায় ৯৫ বছর ধরে বাঙালির রসনা তৃপ্তি করে আসছে এই জনপ্রিয় রেস্তোরাঁ৷ এবার জামাই ষষ্ঠীর জন্য সাজিয়ে তুলেছে স্পেশ্যাল আইটেম৷ দেখে নিন কী কী রয়েছে জামাইদের জন্য?
advertisement
2/5
জামাইষষ্ঠী স্পেশ্যাস মটন প্ল্যাটার- মটন বিরিয়ানি তো থাকছেই, সঙ্গে থাকবে মটন চাপ, বোনলেস মটন হান্ডি, মটন বুরা কাবাব, মটন গলওয়াটি কাবাব, আমিনিয়া স্পেশ্যাল পরটা, বাটার নান, মিক্সড রায়তা, রোস্টেড পাপড়, স্যালাড, ফিরনি, সরবত-এ-আজম৷ যে জামাইরা মটন ভালবাসেন, তাদের জন্য এই ডিশের জুড়ি মেলা ভার৷ দাম ২৬৯৯৷
advertisement
3/5
জামাইষষ্ঠী স্পেশ্যাস চিকেন প্ল্যাটার- চিকেন বিরিয়ানি সঙ্গে ডিম, চিকেন চাপ, বোনলেস চিকেন হান্ডি, চিকেন তন্দুরি, চিকেন কাবাব, আমিনিয়া স্পেশ্যাল পরটা, বাটার নান, মিক্সড রায়তা, রোস্টেড পাপড়, স্যালাড, ফিরনি, সরবত-এ-আজম৷ চিকেন খেতে ভালবাসলে এই ডিশ সেরা৷ দাম ২১৯৯৷
advertisement
4/5
জামাইষষ্ঠী স্পেশ্যাস হায়দরাবাদ প্ল্যাটার- হায়দরাবাদের বিশেষ বিরিয়ানি সঙ্গে ডিম, মটন কিমা হরা ধনিয়া, চিকেন আচারি কাবাব, আমিনিয়া স্পেশ্যাল পরটা, বাটার নান, মিক্সড রায়তা, রোস্টেড পাপড়, স্যালাড, ফিরনি, কালা খাট্টা৷ জামাই অভ্যর্থনা করতে গেলে এই ডিশ তুলে দিন আদরের জামাইদের সামনে৷ দাম ২৩৯৯
advertisement
5/5
জামাইষষ্ঠী স্পেশ্যাস লখনউ প্ল্যাটার- লখনউই মটন বিরিয়ানি থেকে কষা মাংস, রারা মুর্গ, চিকেন কাঠি কাবাব, চিকেন প্যারে কাবাব. আমিনিয়া স্পেশ্যাল পরটা, বাটার নান, মিক্সড রায়তা, রোস্টেড পাপড়, স্যালাড, ফিরনি, সরবত-এ-আজম৷ এতে পাবেন চিকেন-মটন দুরকমের ডিশই৷ দাম ২২৯৯
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jamai Sasthi 2024: বাঙালি-মোগলাই খানা মিলে মিশে একাকার,আমিনিয়ার বিশেষ জামাইষষ্ঠী থালি, কী থাকছে ছবিতে দেখুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল