TRENDING:

Jaldapara National Park: জলদাপাড়ায় জিপ সাফারি করতে চান? কতক্ষণ আগে লাইনে দাঁড়াতে হবে, টিকিট পাবেন কীভাবে? জেনে নিন

Last Updated:
জানুয়ারির টানা ছুটিতে প্রকৃতির কোলে সময় কাটাতে চান? জলদাপাড়া জাতীয় উদ্যানের জিপ ও হাতি সাফারির সময়সূচী, টিকিটের দাম এবং বুকিংয়ের সঠিক নিয়মগুলি জেনে নিন
advertisement
1/5
জলদাপাড়ায় জিপ সাফারি করতে চান? কতক্ষণ আগে লাইনে দাঁড়াতে হবে, টিকিট পাবেন কীভাবে?
সামনেই ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত রয়েছে ছুটি। একদিন সরস্বতী পুজো নিয়ে কেটে গেলে থাকছে হাতে তিনদিন। দূরে কোথাও না গেলে দুদিনের জন্য ঘুরে আসুন জলদাপাড়া জাতীয় উদ্যান। (তথ্য ও ছবি: অনন্যা দে)
advertisement
2/5
জিপ অথবা হাতি সাফারির মাধ্যমে দেখে নিন বন্যপ্রাণ। চলে যান প্রকৃতির আরও কাছে।চলুন এক নজরে জেনে নেওয়া যাক জলদাপাড়া জাতীয় উদ্যানের জিপ ও হাতি সাফারির টিকিট বুকিং এর সময়গুলি।
advertisement
3/5
জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলার অন্তর্ভুক্ত।একশৃঙ্গ গন্ডারের জন্য পরিচিত ও জনপ্রিয় এই উদ্যান।এই উদ্যানে পর্যটকদের জন্য জিপ সাফারি ও হাতি সাফারি হয়ে থাকে। জিপ সাফারি বুকিং এই মুহূর্তে অফলাইন এবং ভিজিটার্সদের সাফারির টিকিট কাউন্টার থেকে নিজে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয়।
advertisement
4/5
লাইনে দাঁড়াতে হবে,সকালের ৬ টা শিফট সাফারির জন্য আগের দিন বিকেল ৬ টা থেকে লাইনে দাঁড়াতে হবে।সকাল ৮ টার শিফট সাফারির জন্য সেই দিন সকাল ৭ টা থেকে লাইনে দাঁড়াতে হবে।দুপুর দেড় টার জন্য সেই দিন বেলা সাড়ে সময় লাইনে দাঁড়াতে হবে।বিকেল সাড়ে তিনটার সাফারির জন্য সেই দিন দুপুর আড়াইটে-তে লাইনে দাঁড়াতে হবে।
advertisement
5/5
জিপ সাফারির মূল্য গাড়ি ও গাইড চার্জ সমেত ১৭৫০ টাকা ৬ জনের জন্যে।হাতি সাফারির টাইমসকাল সাড়ে পাঁচটাসকাল ৬টা ৪৫ মিনিটসকাল ৮ টাহাতি সাফারির টিকিট অনলাইনে বুকিং করতে হবে। যার অনলাইন মাথা পিছু চার্জ ১০০০ টাকা। (তথ্য ও ছবি: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jaldapara National Park: জলদাপাড়ায় জিপ সাফারি করতে চান? কতক্ষণ আগে লাইনে দাঁড়াতে হবে, টিকিট পাবেন কীভাবে? জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল