Jaggery in Stomach Problem: পেটের রোগ সারাতে অব্যর্থ গুড়! খেতে হবে এভাবে! ব্লাড সুগারে কি খাওয়া যায়? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Jaggery in Stomach Problem: শরীরকে সুশীতল ও হাইড্রেটেড করে গুড়ের গুণ৷ শরীরে জলের ভারসাম্য বজায় রাখে। ডিহাইড্রেশনের ভয় কমায়।
advertisement
1/7

গুড় মানেই শুধু শীতকাল নয়৷ বছরভরই সুস্থ থাকার জন্য ডায়েটে রাখুন গুড়৷ গুড়ের স্বাস্থ্যগুণ, খাদ্যগুণ ও উপকারিতা অঢেল৷ বলছেন পুষ্টিবিদ স্মিতা বরোদে৷
advertisement
2/7
শরীরকে সুশীতল ও হাইড্রেটেড করে গুড়ের গুণ৷ শরীরে জলের ভারসাম্য বজায় রাখে। ডিহাইড্রেশনের ভয় কমায়।
advertisement
3/7
মরশুমি পরিবর্তনের জন্য ঠান্ডা গরমের মিশেলে সর্দিগর্মিতে শরীর অসুস্থ করে তোলে৷ মরশুমি অসুস্থতা সারিয়ে তোলে৷
advertisement
4/7
গুড়ের ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, পটাশিয়াম রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে। জলশূন্যতার জন্য পেশিতে টান বা ক্র্যাম্প হয় না।
advertisement
5/7
গুড়ের ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম গরমে গলা শুকিয়ে যাওয়ার প্রবণতা রোধ হয়। গুড়ের শরবতের গুণে নিয়ন্ত্রণে থাকে পেটের সমস্যাও।
advertisement
6/7
রক্তাল্পতা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে গুড়ের শরবত। গরমে ঘন ঘন ক্লান্ত হয়ে পড়ার প্রবণতাও দূর হয়।
advertisement
7/7
শরীর থেকে টক্সিন দূর করে ডিটক্সিফাই করে গুড়ের শরবত। তবে ব্লাড সুগারের রোগীরা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই পানীয় রাখবেন ডায়েটে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jaggery in Stomach Problem: পেটের রোগ সারাতে অব্যর্থ গুড়! খেতে হবে এভাবে! ব্লাড সুগারে কি খাওয়া যায়? জানুন