Jagannath Snana Yatra: লু লেগে অসুস্থ ভগবান জগন্নাথ, ১৫ দিন বন্ধ মন্দিরের দরজা!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
পুরীর জগন্নাথদেবের রথযাত্রা সারা বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয়, জগন্নাথের স্নানযাত্রা (Jagannath Snana Yatra) আজ
advertisement
1/5

ওড়িশার জগন্নাথদেবের রথযাত্রায় প্রতি বছরই ভগবান দর্শনে দেশের বিভিন্ন প্রান্ত-সহ বিদেশ থেকেও বিপুল ভক্ত সমাগম হয়েছে ৷ ২০২০ পর ২০২১ অর্থাৎ এই বছরেও করোনা বিধি মেনেই জগন্নাথদেবের সমস্ত রকমের পুজো আয়োজন করা হয় ৷ আজ জগন্নাথদেবের স্নানযাত্রা ছিল ৷ ভগবান জগন্নাথের লু লেগেছে তাই ১৫ দিনের জন্য জগন্নাথ মন্দির বন্ধ থাকবে ৷ ১৬৮ বছরের বেশি সময় ধরে পুরীতে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে ৷
advertisement
2/5
মধ্যপ্রদেশের পান্না জেলায় ভগবান জগন্নাথদেবের প্রাচীন মন্দির জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রার সঙ্গে মন্দিরে বসবাস করছেন ৷ ১৬৮ বছরের পুরনো জগন্নাথ মন্দিরে পুজো শুরু হয়েছে ৷ তবে এই বছর করোনা বিধি মেনেই সব আচরণ করতে হবে ৷
advertisement
3/5
রাজ পরিবারের উপস্থিতি ভগবান জগন্নাথের স্নানযাত্রা বিভিন্ন নিয়ম পালন করা হয় প্রতি বছর ৷ তবে সমস্ত আচার আচরণ অনুষ্ঠিত হয়েছে করোনা বিধি মেনেই ৷ এই বছর রাজ পরিবারের সদস্যরা উপস্থিত হননি ৷ ভগবান তাড়াতাড়ি সেরে উঠুন এই প্রার্থনা করা হয়ে থাকে ৷ সেরে উঠলেই মন্দিরের গর্ভগৃহ থেকে বের করা হবে ৷
advertisement
4/5
ভগবান অসুস্ত হওয়ায় তাঁকে খাবার দাবারেও পরিবর্তন করা হয় ৷
advertisement
5/5
জগন্নাথ মন্দিরের পুরোহিত রাকেশ গোস্বামী জানিয়েছেন এই মন্দিরে ভগবান জগননাথের প্রাণ প্রতিষ্ঠার ৩৬ বছর পরে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রার সূচনা হয় ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jagannath Snana Yatra: লু লেগে অসুস্থ ভগবান জগন্নাথ, ১৫ দিন বন্ধ মন্দিরের দরজা!