TRENDING:

Jagaddhatri Puja 2025: গ্রামের বেলতলায় নিবেদিত ভোগ শৃগাল খেলে তবেই সম্পন্ন আরাধনা, ১৭০ বছরের জগদ্ধাত্রী পুজো ঐতিহ্যের স্মারক

Last Updated:
Jagaddhatri Puja 2025:ভোগ দেওয়ার সময় যদি শৃগাল এসে তা খেয়ে নেয়, তবেই ধরা হয় পুজো সম্পন্ন হয়েছে। এবছর এই পুজো ১৭০ বছরে পদার্পণ করেছে।
advertisement
1/5
বেলতলায় নিবেদিত ভোগ শৃগাল খেলে তবেই সম্পন্ন আরাধনা, ১৭০ বছরের এই পুজো ঐতিহ্যের স্মারক
গভীর রাত, চারদিক নিস্তব্ধ। কেতুগ্রামের গোমাই গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের দেবী জগধাত্রী পুজোয় তখন চলে এক বিশেষ রীতি। পরিবারের পুরোহিত একা ফাঁকা জায়গায়, গ্রামের সীমানার বেলতলায় গিয়ে দেবীকে নিবেদন করেন “শিবা ভোগ”। বহু বছর ধরে এই অদ্ভুত অথচ শ্রদ্ধাভাজন প্রথা আজও বজায় রয়েছে চট্টোপাধ্যায় পরিবারের পুজোয়। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু প্রজন্ম আগে এই পুজোর সূচনা করেছিলেন পরিবারের পূর্বপুরুষ রামতনু চট্টোপাধ্যায়। কথিত আছে, তিনিই দেবী জগধাত্রীর স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশের পর থেকেই শুরু হয় এই পুজো, এবং আজও সেই পুরানো নিয়ম ও রীতিই অক্ষরে অক্ষরে পালন করা হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
অন্য পুজো যেখানে তিন দিন ধরে চলে, সেখানে গোমাইয়ের চট্টোপাধ্যায় পরিবারে নবমীর দিনেই একসঙ্গে সম্পন্ন হয় তিন দিনের সমস্ত অনুষ্ঠান। নবমীতেই হয় শাক্ত তন্ত্রাচারবিহিত নৈবেদ্য, ভোগ, বলি এবং কুমারী পুজো। দিনভর মন্ত্রপাঠ ও দেবীর আরাধনায় মুখর থাকে পুরো বাড়ি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
পুজোর অন্যতম বিশেষ দিক হলো দুপুরের পঙক্তিভোজন। নবমীর দিন দেবীর ভোগের পর গ্রামের মানুষদের একত্র করে পাত পেড়ে খাওয়ানো হয়। ছোট থেকে বড় সবাই অংশ নেয় এই মিলনমেলায়। এই ভোজ যেন গ্রামের সামাজিক বন্ধন ও ঐক্যের এক প্রাণবন্ত প্রতীক।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
পরিবারের সদস্য অধ্যাপক ড. শান্তনু চট্টোপাধ্যায় ও সাগ্নিক চট্টোপাধ্যায় জানিয়েছেন, গ্রামের সীমানায় একটি বেলগাছের তলায় ওই শিবা ভোগ দেওয়া হয়। তিনটি পুজোর সমস্ত ভোগই কারণবারি সমেত নিবেদন করা হয়। বিশ্বাস করা হয়, দেবী নিজেই সেই ভোগ গ্রহণ করেন। ভোগ দেওয়ার সময় যদি শৃগাল এসে তা খেয়ে নেয়, তবেই ধরা হয় পুজো সম্পন্ন হয়েছে। এবছর এই পুজো ১৭০ বছরে পদার্পণ করেছে। দীর্ঘবছর ধরে এই বিশ্বাসই তাঁদের আস্থা ও ভক্তির ভিত্তি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jagaddhatri Puja 2025: গ্রামের বেলতলায় নিবেদিত ভোগ শৃগাল খেলে তবেই সম্পন্ন আরাধনা, ১৭০ বছরের জগদ্ধাত্রী পুজো ঐতিহ্যের স্মারক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল