Jackfruit Seeds: কাঁঠালের বীজ ফেলে দেন নাকি? জানেন কী ভুল করছেন? উপকারিতার শেষ নেই
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কাঁঠাল খেতে অনেকেই ভালবাসলেও বীজ ফেলে দেন। কিন্তু এমন না করাই ভাল। কারণ উপকারিতার মাপকাঠিতে মোটেই কম যায় না কাঁঠালের বীজ।
advertisement
1/7

বর্ষাকাল মানেই আম কাঁঠালের ম ম করবে চারদিক। কাঁচা হোক কিংবা পাকা, কাঁঠালের স্বাদের গন্ধে মজে আট থেকে আশি। ভিটামিন সি, ম্যাগনেসিয়াম পটাসিয়াম-সহ বিভিন্ন গুণাগুণে ঠাসা এই ফলের জুড়ি মেলা ভার। শরীরের জন্য ভীষণ উপকারী এই ফল খেতে অনেকেই ভালবাসলেও বীজ ফেলে দেন। কিন্তু এমন না করাই ভাল। কারণ উপকারিতার মাপকাঠিতে মোটেই কম যায় না কাঁঠালের বীজ।
advertisement
2/7
সম্প্রতি পুষ্টিবিদ লভনীত বাত্রা ইনস্টাগ্রামে কাঁঠালের বীজের উপকারিতা সম্পর্কে বলেছেন। নিচে কাঁঠাল বীজের গুণাগুণ দেওয়া হল।
advertisement
3/7
১.হজম শক্তি বাড়ায় কাঁঠালের বীজের আছে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার হজম শক্তি বাড়ায়। সেইসঙ্গে নিয়মিত মলত্যাগের সাহায্য করে।
advertisement
4/7
২.হার্ট ভাল রাখে কাঁঠালের বীজে আছে পটাশিয়াম যা ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। সেইসঙ্গে হৃৎপিণ্ড ভাল রাখে৷ হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়৷
advertisement
5/7
৩.হাড়ের স্বাস্থ্যতা বজায় রাখে স্বাস্থ্যকর হাড়ের জন্য ক্যালসিয়াম ছাড়াও অন্যান্য পুষ্টির প্রয়োজন। ম্যাগনেসিয়াম তাদের মধ্যে একটি। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে।
advertisement
6/7
৪.মেটাবলিজম বাড়ায় কাঁঠালের বীজে কার্বোহাইড্রেট থাকায় এটি শক্তি বাড়ায়৷ ‘‘উপরন্তু, এগুলিতে বি-কমপ্লেক্স ভিটামিন রয়েছে, যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে এবং স্বাস্থ্যকর বিপাককে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে," পুষ্টিবিদ লিখেছেন।
advertisement
7/7
৫.অ্যানিমিয়া অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে মেয়েদের মধ্যে অনেকেই অ্যানিমিয়ায় আক্রান্ত৷ কাঁঠালের বীজে আয়রন আছে৷ আয়রন দেহে লোহিত কনিকার মাত্রা বাড়ায়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jackfruit Seeds: কাঁঠালের বীজ ফেলে দেন নাকি? জানেন কী ভুল করছেন? উপকারিতার শেষ নেই