Jackfruit (Kanthal) in Blood Sugar: ব্লাড সুগারে কি কাঁঠাল খাওয়া যায়? খেলেই মাথায় চড়বে ডায়াবেটিস? জানুন কারা এই ফল খেলে ঝাঁঝরা শরীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jackfruit (Kanthal) in Blood Sugar: যাঁদের ডায়াবেটিস আছে বা যাঁদের হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ যাঁরা প্রি ডায়াবেটিক, তাঁদের অনেক খাবারেই নিষেধাজ্ঞা থাকে৷ কিন্তু তাঁরা কি কাঁঠাল খেতে পারবেন?
advertisement
1/5

গরমের পর বর্ষাকাল জুড়েও থাকে আম, কাঁঠালের মজা৷ এই দুই রসালো ফলের স্বাদেগন্ধে ভরে থাকে বাঙালির বর্ষা বিলাস৷ কিন্তু সেই আনন্দে গা ভাসাতে পারেন না ব্লাড সুগার রোগীরা৷ কাঁঠালের মতো রসাল ফল তাঁরা খাবেন কিনা, সেই নিয়ে চিন্তিত হয়ে পড়েন ডায়াবেটিস রোগীরা৷
advertisement
2/5
যাঁদের ডায়াবেটিস আছে বা যাঁদের হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ যাঁরা প্রি ডায়াবেটিক, তাঁদের অনেক খাবারেই নিষেধাজ্ঞা থাকে৷ কিন্তু তাঁরা কাঁঠাল খেতে পারবেন কিনা সেই দ্বন্দ্ব দূর করেছেন পুষ্টিবিদ জিনাল পটেল৷
advertisement
3/5
কাঁঠালে ভিটামিন এ, ভিটামিন সি, রাইবোফ্ল্যাভিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট প্রচুর পরিমাণে আছে৷ তবে গ্লাইসেমিক ইনডেক্স বেশি৷ কাঁঠালে গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই ৫০ থেকে ৬০৷ তাই কাঁঠালের মতো অতি শর্করাযুক্ত ফল এড়িয়ে চলতে হবে মধুমেহ রোগীদের৷
advertisement
4/5
তবে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ে গ্লাইসেমিক ইনডেক্স কম৷ এবং ক্যালরিও কম৷ তাই ডায়াবেটিকরা পরিমিত পরিমাণে খেতে পারেন এঁচোড়৷ এছাড়াও আরও কিছু ক্ষেত্রে কাঁঠাল খাওয়া যাবে না৷ যাঁদের পোলেন বা পরাগরেণু থেকে অ্যালার্জির কারণে ইনফ্লেম্যাশনের সমস্যা আছ, তাঁরা এই ফল থেকে দূরে থাকুন৷
advertisement
5/5
অনেকের রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা থাকে৷ এই সমস্যা বাড়িয়ে দিতে পারে কাঁঠাল৷ তাই জটিলতা এড়াতে তাঁরাও এই ফল খাবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jackfruit (Kanthal) in Blood Sugar: ব্লাড সুগারে কি কাঁঠাল খাওয়া যায়? খেলেই মাথায় চড়বে ডায়াবেটিস? জানুন কারা এই ফল খেলে ঝাঁঝরা শরীর