TRENDING:

Radha Asthami at ISKCON: অভিষেক থেকে আরতি, রীতি মেনে ইসকনে পালিত রাধাষ্টমী! রাধারানির জন্মতিথিতে মায়াপুরে অগণিত ভক্ত সমাগম

Last Updated:
Radha Asthami at ISKCON: বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র। এই তিথিতে নুন দিয়ে পালনীয় কিছু বাস্তু রীতিতে দূর হয় কুপ্রভাব। সংসারে আসে সৌভাগ্য ও অর্থ।
advertisement
1/7
রীতি মেনে ইসকনে পালিত রাধাষ্টমী! রাধারানির জন্মতিথিতে মায়াপুরে অগণিত ভক্ত সমাগম
রাধাষ্টমী উপলক্ষে জমজমাট নদিয়ার মায়াপুর ইসকন মন্দির সকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড়। স্থানীয়দের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন বিদেশী ভক্তরাও। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পালিত হচ্ছে রাধাষ্টমী উৎসব। রাধাষ্টমী উপলক্ষে বহুদুর থেকে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছেন মায়াপুর ইসকন মন্দিরে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি।
advertisement
3/7
অন্যদিকে সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন, যেখানে মাতোয়ারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশী ভক্তরাও।
advertisement
4/7
সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয় রাধা কৃষ্ণের মূর্তিকে, এরপর আরতি করা হয়। সেখানেও হাজার হাজার ভক্তবিন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
advertisement
5/7
রাধা অষ্টমী উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, প্রত্যেক বছরই রাধাষ্টমী তিথি উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়।
advertisement
6/7
শুধু রাধা অষ্টমী নয়, সারা বছরই বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইসকন মন্দিরে। তবে মায়াপুর ইসকন মন্দিরে শুধু রাধা কৃষ্ণের যুগল মূর্তি নয়, রয়েছে অসংখ্য দেখার জিনিস।
advertisement
7/7
চোখ ফেরালে দেখা যাবে গোশালা, বিকেল হতেই শুরু হয় হাতির প্রদর্শন, যা দেখার জন্য অপেক্ষায় থাকে দর্শনার্থীরা। সব মিলিয়ে রাধা অষ্টমীর তিথি উপলক্ষে জমজমাট মায়াপুর ইসকন মন্দির।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Radha Asthami at ISKCON: অভিষেক থেকে আরতি, রীতি মেনে ইসকনে পালিত রাধাষ্টমী! রাধারানির জন্মতিথিতে মায়াপুরে অগণিত ভক্ত সমাগম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল