TRENDING:

যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য

Last Updated:
Pubic Hair Hygiene: প্রাইভেট পার্টের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই হয়তো জানেন না এইসব গুরুত্বপূর্ণ বিষয়! শুনে নিন চিকিৎসকের কাছ থেকে সঠিক তথ্য।
advertisement
1/8
যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশই ভুল করছেন! ডাক্তারের মত জানুন
Pubic Hair Hygiene: শরীরের প্রতিটি অংশের যত্ন নেওয়া যেমন প্রয়োজন, তেমনই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত গোপনাঙ্গের পরিচ্ছন্নতায়। এই জায়গাটি অত্যন্ত সংবেদনশীল। অনেকে দ্বিধায় থাকেন—প্রাইভেট পার্টের লোম রাখা উচিত, না কি কেটে ফেলা জরুরি?
advertisement
2/8
কেউ মনে করেন পরিষ্কার রাখতে হলে লোম তুলে ফেলা দরকার, আবার কেউ বলেন এগুলো শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা। আসল সত্যিটা কী? না কাটালে কি কোনও রোগ হয়? না কি কেটে ফেললেই বিপদ বাড়ে? আসুন চিকিৎসকের মত জানি।
advertisement
3/8
অনেকেই বিশ্বাস করেন, এই লোম শরীরের একধরনের প্রাকৃতিক সুরক্ষা। তাই মাসের পর মাস একে অপরিষ্কার অবস্থায় ফেলে রাখেন। কিন্তু এটাই বড় ভুল।
advertisement
4/8
কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজের ত্বক বিশেষজ্ঞ ডা. যুগল রাজপুত জানাচ্ছেন, গোপনাঙ্গের আশেপাশের লোম নিয়মিত পরিষ্কার করা জরুরি।
advertisement
5/8
গরম ও বর্ষাকালে এই অঞ্চলে ঘাম জমে, আর সেই ঘাম পুঞ্জিভূত হয়ে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন তৈরি করতে পারে। তাই সময় সময় এই লোম পরিষ্কার করাই ভালো। তবে কারও যদি স্কিন সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement
6/8
চিকিৎসক কী বলছেন? যদি লোম বেশি বড় না হয়, তবে না কাটলেও খুব সমস্যা নেই। তবে গোপনাঙ্গ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। যদি আপনি লোম কাটতে চান, তাহলে খুব সাবধানে করতে হবে। ভুল পদ্ধতিতে লোম কাটলে ত্বকে কাটা বা র‍্যাশ হতে পারে। শেভিং বা ওয়্যাক্সিং করলে ছোট ছোট কাটা-ছেঁড়ার কারণে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়।
advertisement
7/8
লোম কাটার সঠিক পদ্ধতি: আগে ট্রিম করুন। গরম জল দিয়ে স্নান নিন যাতে পোরসগুলো খুলে যায়। ভালো মানের শেভিং ক্রিম বা জেল ব্যবহার করুন। এমন রেজর নিন যাতে কাটা যাওয়ার সম্ভাবনা কম। লোমের দিকেই শেভ করুন, উলটোদিকে নয়। শেভ করার পর ময়েশ্চারাইজার লাগান। যাদের স্কিন বেশি সেনসিটিভ, তারা অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন।
advertisement
8/8
প্রাইভেট পার্টের লোম কাটবেন কি না, সেটা আপনার পছন্দ। তবে পরিষ্কার রাখা বাধ্যতামূলক। না কাটলেও চলবে, কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। আবার ভুলভাবে কাটলে ত্বকের ক্ষতি হয়। তাই সাবধানে, সঠিক পদ্ধতিতে পরিষ্কার করুন। স্বাস্থ্যই সম্পদ—আর তার শুরু হয় সচেতনতা থেকে। 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল