TRENDING:

IRCTC Christmas Tour Package: বড়দিনের ছুটিতে হিমাচল ঘোরাবে রেল! একেবারে সস্তায় ৪ দিনে ঘুরে আসুন সিমলা-কুফরি, প্যাকেজের দাম জেনে বুক করে ফেলুন আজই

Last Updated:
IRCTC Christmas Tour Package: ভারতীয় রেল ক্রিসমাসের ছুটিতে ঘুরয়ে দেখাবে হিমাচলপ্রদেশ। ৩ রাত ৪ দিনের ভ্রমণ প্যাকেজে ঘুরে আসুন সিমলা, কুফরি। চণ্ডিগড় রেলওয়ে স্টেশন, চণ্ডিগড় বিমানবন্দর অথবা কালকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু হবে। পুরো ট্যুরে আপনি এসি কামরায় ভ্রমণ করবেন।
advertisement
1/5
বড়দিনের ছুটিতে হিমাচল ঘোরাবে রেল! সস্তায় ৪ দিনে ঘুরে আসুন সিমলা-কুফরি, প্যাকেজের দাম জানুন
*৩ রাত ৪ দিনের ভ্রমণ প্যাকেজে ঘুরে আসুন সিমলা, কুফরি। চণ্ডিগড় রেলওয়ে স্টেশন, চণ্ডিগড় বিমানবন্দর অথবা কালকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু হবে। পুরো ট্যুরে আপনি এসি কামরায় ভ্রমণ করবেন।
advertisement
2/5
*দর্শনীয় স্থান সিমলা এবং কুফরিঃ এই প্যাকেজে ভ্রমণকারীরা সিমলা, কুফরি এবং নারকান্দার হাতু মন্দির-সহ হিমাচল প্রদেশের বিখ্যাত স্থানগুলি দর্শন করতে পারবেন। প্রতিদিনের ভ্রমণসূচি অনুসারে দর্শনীয় স্থানগুলি দেখানো হবে।
advertisement
3/5
*প্যাকেজের মূল্যঃ দু-জন গেলে জনপ্রতি লাগবে ১৬,৩৬০ টাকা। ৩ জনের জন্য প্রতিজনের লাগবে ১৫,১৬০ টাকা। দু'জন বা তিন'জনের সঙ্গে শিশু থাকলে তার জন্য দিতে হবে ১২,৭৭০ টাকা।
advertisement
4/5
*প্যাকেজের সুযোগ-সুবিধাঃ এই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে হোটেলে থাকার ব্যবস্থা। ব্রেকফাস্ট, ৩ দিনের রাতের খাবার, এসি ক্যাবের খরচ এবং ভ্রমণ বীমা।
advertisement
5/5
*ক্যামেরা ফি, হোটেলে যে কোনও ব্যক্তিগত ব্যবস্থা, লাইট অ্যান্ড সাউন্ড শো-এর টিকিট এবং দুপুরের খাবারের টাকা এই প্যাকেজে অন্তর্ভুক্ত নয়। আপনাকে এই পরিষেবাগুলির জন্য আলাদাভাবে টাকা দিতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
IRCTC Christmas Tour Package: বড়দিনের ছুটিতে হিমাচল ঘোরাবে রেল! একেবারে সস্তায় ৪ দিনে ঘুরে আসুন সিমলা-কুফরি, প্যাকেজের দাম জেনে বুক করে ফেলুন আজই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল