Sugar with Milk Tea: সকাল সকাল চিনি দিয়ে চা খাচ্ছেন? সঙ্গে দুধ! শরীরের কী হচ্ছে জানেন! আবাক করা তথ্য
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Sugar with Milk Tea: দুধ স্বাস্থ্যকর, তাতে কোনও সন্দেহ নেই। আর দুধ চা হলে তো কোনও কথাই নেই। তবে দুধে, চা আর চিনি একসঙ্গে মিশিয়ে খেলে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।
advertisement
1/6

দুধের মতো সুষম পানীয় খুব কমই আছে। ক্যালশিয়াম ছাড়াও দুধে রয়েছে ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজের মতো উপকারী কিছু উপাদান। দুধ শরীর সুস্থ রাখার পাশাপাশি শরীরে ভিতর থেকে শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে। ত্বকের জেল্লা বাড়ায়।
advertisement
2/6
দাঁত ও হাড় ভাল রাখতেও সাহায্য করে দুধ। দুধে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। অনেকেই নিয়মিত দুধ খান। সকালে হোক বা রাতে ঘুমানোর আগে— এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে।
advertisement
3/6
দুধ স্বাস্থ্যকর, তাতে কোনও সন্দেহ নেই। আর দুধ চা হলে তো কোনও কথাই নেই। তবে দুধে, চা আর চিনি একসঙ্গে মিশিয়ে খেলে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।
advertisement
4/6
১) কোলেস্টেরল বাড়ায়: শরীর সুস্থ রাখতে এমনি চিনি খেতে বারণ করেন চিকিৎসকেরা। দুধে, চা ও চিনি মিশিয়ে খেলে কোলেস্টেরলে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কোলেস্টেরল হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘ দিন সুস্থ থাকতে দুধ চাতে চিনি মিশিয়ে না খাওয়াই ভাল।
advertisement
5/6
২)ডায়াবিটিস: চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। দুধ চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খেলে ডায়াবিটিস হওয়ার আশঙ্কা থাকে। ইতিমধ্যেই যাঁরা ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন ,দুধ চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া তাঁদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
advertisement
6/6
৩) ওজন বাড়ায়: স্থূলতার সমস্যায় ভুগলে চিনির সঙ্গে দুধ চা খাওয়ার অভ্যাস ওজন আরও বাড়িয়ে দিতে পারে। এমনকী, যাঁরা রোগা তাঁরা যদি দুধ চায়ে চিনি মিশিয়ে খান তা হলেও দ্রুত ওজন বাড়ার আশঙ্কা থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sugar with Milk Tea: সকাল সকাল চিনি দিয়ে চা খাচ্ছেন? সঙ্গে দুধ! শরীরের কী হচ্ছে জানেন! আবাক করা তথ্য