Interesting GK: মানুষ থেকে শুরু করে সব প্রাণীর থাকে, একমাত্র উটের শরীরে এই অঙ্গ নেই, কোনটা বলুন তো? জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সব প্রাণীর আছে, শুধু উটের শরীরেই এই অঙ্গটা নেই, কোন অঙ্গ জানলে চোখ কপালে উঠবে
advertisement
1/6

মানুষ থেকে শুরু করে সব প্রাণীর থাকে, একমাত্র উটের শরীরে এই অঙ্গ নেই! কোন অঙ্গ বলুন তো?
advertisement
2/6
উত্তরটা হল গল ব্লাডার। উটের শরীরে কোনও পিত্তথলি বা গল ব্লাডার থাকে না।
advertisement
3/6
পৃথিবীর সবচেয়ে শুষ্ক, উষ্ণতম ও সবচেয়ে অনুর্বর জায়গা মরুভূমিতে উটেরা অনায়াসে বেঁচে থাকে। তাই এদের মরুভূমির জাহাজ বলা হয়।
advertisement
4/6
একটি পূর্ণবয়স্ক উটের ওজন ৪৫০ থেকে ৬৫০ কেজি পর্যন্ত হয়। উটের পায়ের উচ্চতা প্রায় দুই মিটার। প্রতিটি পায়ের পাতায় চর্বি ও নমনীয় ফাইবারের পুরু আস্তরণ থাকে, যা লোম দিয়ে ঢাকা।
advertisement
5/6
উটের পায়ের পাতা দেখতে অনেকটা জুতার সোলের মতো বলে একে সোল প্যাডও বলে। এই সোল প্যাডের কারণে উট প্রচণ্ড গরম বালুর মধ্যে অনায়াসে হেঁটে যেতে পারে। উটের দৃষ্টিশক্তি প্রখর। এদের কান তুলনামূলক ছোট এবং মোটা লোম দিয়ে ঢাকা।
advertisement
6/6
কাঁটাযুক্ত যে-কোনও গাছ, যেমন—ক্যাকটাস খাওয়া উটের কাছে কোনও ব্যাপারই নয়। এর পেছনে রয়েছে তাদের ঠোঁটের ভূমিকা। উটের ঠোঁট অত্যন্ত সুঠাম এবং নমনীয়। খাবার চিবানোর সময় খাবারের ওপর এটি নড়াচড়া করে। উটের ওপরের ঠোঁট মাঝ বরাবর দুই ভাগে ভাগ করা। এতে খাবার ধরে রাখতে সুবিধা হয়। এ ছাড়া প্যাপিলাই নামের কোণ আকারের কিছু অংশ সারিবদ্ধভাবে মুখের ভিতরে থাকে। এর কাজ হল চিবানো খাবারকে পাকস্থলীর দিকে ঠেলে পাঠানো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Interesting GK: মানুষ থেকে শুরু করে সব প্রাণীর থাকে, একমাত্র উটের শরীরে এই অঙ্গ নেই, কোনটা বলুন তো? জানলে চমকে যাবেন